উজ্জ্বল দত্ত, কলকাতাঃ
বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার যুব সমাজের স্বপ্ন শেষ করে দিয়েছে বলে টুইট করলেন রাজ্য বিজেপির প্রচারক ও সংগঠনের বিশেষ দায়িত্ব প্রাপ্ত অমিত মালব্য। তিনি কেন্দ্রীয় বিজেপির আইটি সেলের প্রধানও। দু হাজার একুশের বাংলার বিধানসভা নির্বাচনের দিকে তাকিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তাকে বিশেষ দায়িত্ব দিয়ে পাঠিয়েছেন।
অমিত শাহের অত্যন্ত ঘনিষ্ঠ অমিত মালব্য টুইটে জানান,”মমতা ব্যানার্জি তার মুখ্যমন্ত্রীত্ত্বের মেয়াদ শেষের পর্যায়ে এসে ৩৫ লক্ষ চাকরির প্রতিশ্রুতি দিচ্ছেন! কিন্তু বাস্তব হল তৃণমূল কংগ্রেসের দুর্নীতি এবং সিন্ডিকেট নীতি, অবশিষ্ট চাকরিগুলিও ছিনিয়ে নিয়েছিল যুবক যুবতীদের থেকে।” তিনি বলেন, “সিএমআই এর তথ্য অনুযায়ী ২০১৬ অক্টোবর থেকে ২০২০ পর্যন্ত পশ্চিমবঙ্গে বেকারত্ব বৃদ্ধি পেয়েছে ২১৭ শতাংশ।”
আরও পড়ুনঃ সোশ্যাল মিডিয়ায় মত প্রকাশে হস্তক্ষেপের অভিযোগে সরব সবপক্ষ, সিদ্ধান্ত বদল কেরল সরকারের
সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়কে তোপ দেগে তিনি বলেন, “দীর্ঘ ৩৪ বছর সিপিএমের অপশাসনের পর বাংলার অর্থনৈতিক পরিকাঠামোর চরম অবনতি ঘটেছে পিসির রাজত্বে। এর প্রকৃত উদাহরণ হল, কোভিড কালে ১০.৫ লক্ষের অধিক পরিযায়ী শ্রমিক ফিরে এসেছিলেন বাংলায়। সমীক্ষা অনুযায়ী ২০০১-২০১১ এই সময়কালে পরিযায়ী শ্রমিকের সংখ্যা ছিল ৫.৮ লক্ষ।
পিসি আপনি বাংলার যুবসমাজের স্বপ্ন হত্যা করেছেন।”
অন্যদিকে পশ্চিমবঙ্গে আইন-শৃঙ্খলা ভেঙে পড়ার অভিযোগ করলেন এরাজ্যের বিজেপির পর্যবেক্ষক কৈলাস বিজয়বর্গীয়। একই সঙ্গে এবার দুহাজার একুশের বিধানসভা নির্বাচনে পশ্চিমবঙ্গ থেকে পুলিশকে দূরে রাখার দাবি জানালেন কেন্দ্রীয় বিজেপির সাধারণ সম্পাদক কৈলাসজি।
আরও পড়ুনঃ বিজেপি নেতাদের পরিবারে ভিন্নধর্মালম্বী বিবাহ ‘লাভ জিহাদ’-র আওতায় পড়বে কিনা প্রশ্ন ভূপেশ বাঘেলের
সোমবার সকালে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, “রাজ্যে অনুপ্রবেশকারীর সংখ্যা বাড়ছে। পাশাপাশি আইন-শৃঙ্খলা ভেঙে পড়েছে রাজ্যে। রাজনৈতিক কর্মীদের ভাড়া করা গুন্ডা দিয়ে খুন করানো এখনও চলছে। এই চ্যালেঞ্জিং পরিস্থিতিতে আমরা কেন্দ্রীয় সরকারের কাছে রাষ্ট্রপতি শাসন জারি করার অনুরোধ করেছি।
নয়ত মানুষ যাতে নির্ভয়ে ভোট দিতে পারে নির্বাচন কমিশন তা নিশ্চিত করুক।” তিনি আরো জানান, “কলকাতা ঘুরে যাওয়ার পর আসন্ন ভোটে কেন্দ্রীয়বাহিনী নামানো হবে বলে আশ্বস্ত করেছেন নির্বাচন কমিশনের প্রতিনিধিরা।” এই সঙ্গে নির্বাচনের সময় পশ্চিমবঙ্গ পুলিশকে দূরে রাখার দাবি জানিয়েছেন বিজয়বর্গীয় ।
আরও পড়ুনঃ শ্রমিকদের ১২ঘন্টা কাজ করানোর যাবে, কেন্দ্রীয় শ্রমমন্ত্রকের খসড়া প্রস্তাব
তার কথায়, “আমরা পশ্চিমবঙ্গ পুলিশকে দূরে রাখার দাবি জানিয়েছি । কারণ, পশ্চিমবঙ্গের পুলিশ বাহিনী রাজনৈতিকভাবে পক্ষপাতদুষ্ট।” তার দাবি, আগামী বছরের বিধানসভা নির্বাচনে অর্ধেকের বেশি ভোটে জিতবে বিজেপি।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584