রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ বিজেপি নেতৃত্বের

0
83

নিজস্ব সংবাদদাতা, কলকাতাঃ

leader of bjp interview with west bengal governor | newsfront.co
নিজস্ব চিত্র

আজ রাজভবনে রাজ্যপালের সঙ্গে দেখা করতে গেলেন বিজেপির তিন সদস্যের দল, ছিলেন বিজেপির কেন্দ্রীয় নেতা মুকুল রায়, রাজ্যের সহ-সভাপতি জয়প্রকাশ মজুমদার ও সাধারণ সম্পাদক সায়ন্তন বসু।

leader of bjp | newsfront.co
নিজস্ব চিত্র

রাজভবন থেকে বেরিয়ে এসে সায়ন্তন বসু সাংবাদিকদের জানান, পশ্চিমবঙ্গের সাম্প্রতিক সময়ের বিষয় নিয়ে আলোচনা হয়েছে রাজ্যপালের সঙ্গে। গতকালের আরামবাগের ঘটনা উল্লেখ করে বলেন, ফের গণতান্ত্রিক নজির দেখা গেল।

sayantan basu | newsfront.co
সাংবাদিকদের মুখোমুখি, সায়ন্তন বসু। নিজস্ব চিত্র

আরও পড়ুনঃ রেশনে সামগ্রী কম দেওয়ার অভিযোগে বিক্ষোভ চাঁচলে

এমনকি মুখ্যমন্ত্রীর অপসারণের দাবি জানান তিনি। রেশন সরবরাহের প্রসঙ্গে তিনি বলেন, রেশন ডিলারদের উপর ব্যবস্থা না নিয়ে খাদ্য মন্ত্রীর বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।

এছাড়াও তিনি আরও বলেন, রাজ্যে মৃতের সংখ্যাকে যে লুকানো হচ্ছে তা দিনের আলোর মতো পরিষ্কার। পাশাপাশি তিনি দাবি জানান, কেন্দ্রের দেওয়া চাল-ডাল সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here