নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ারঃ
উত্তরবঙ্গে লোকসভা নির্বাচনের সাফল্য বিধানসভা ভোটেও ধরে রাখতে তৎপর গেরুয়া শিবির। রবিবার আলিপুরদুয়ার সফরে আসেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। বিধানসভা নির্বাচনে লোকসভার ইতিহাসের পুনরাবৃত্তি হবে। লোকসভা ছিল সেমিফাইনাল, এবার ফাইনাল খেলা বিধানসভায় হবে। জিতবে বিজেপি। গো হারান হারবে তৃণমূল। বললেন গেরুয়া বাহিনী।
তৃণমূলকে হারানোর অনুরোধ করলেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। এদিন আলিপুরদুয়ারের বাবুরহাটে শাসক দলের বিরুদ্ধে একের পর এক তোপ দাগেন ওই বিজেপি নেতা। তিনি বলেন, তৃণমূল কংগ্রেস প্রাইভেট লিমিটেড কোম্পানিতে পরিণত হয়েছে। বাম ও কংগ্রেস সমর্থকদের বিজেপিকে দু’হাত ভরে ভোট দিতে বলেন তিনি। এদিন তিনি তার দল ত্যাগের মূল কারণ প্রসঙ্গে বলেন, প্রাইভেট কোম্পানির কর্মচারী হিসেবে তিনি থাকতে পারবেন না।
আরও পড়ুনঃ আলিপুরদুয়ারে প্রবেশ বিজেপির পরিবর্তন যাত্রার রথ
আরও পড়ুনঃ বাম-কংগ্রেস বৈঠকে আব্বাস সিদ্দিকীকে আমন্ত্রণ বিমান বসুর
তৃণমূলের সাংসদ অভিষেক ব্যানার্জীর নাম না করে শুভেন্দু বলেন, তোলাবাজ ভাইপোর সঙ্গে কাজ করতে পারবেন না বলে তিনি বিজেপিতে যোগ দিয়েছেন। ওই জনসভায় শুভেন্দুর সঙ্গে উপস্থিত ছিলেন, বিজেপি নেতা রাহুল সিনহা, সায়ন্তন বসু, আলিপুরদুয়ার জেলা সভাপতি গঙ্গাপ্রসাদ শর্মা, আলিপুরদুয়ার জেলা বিজেপির সাধারণ সম্পাদক সুমন কাঞ্জিলাল ছিলেন আলিপুরদুয়ারের সাংসদ জন বারলা, বিধায়ক মনোজ টিগ্গা, বিজেপি নেতা দশরথ তিরকে সহ অন্যান্য নেতারা।
সপ্তাহ খানেক আগেই আলিপুরদুয়ার প্যারেড গ্রাউন্ডে জনসভা করে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ওই সভা থেকে তৃণমূলত্যাগী শুভেন্দু অধিকারী, রাজীব বন্দ্যোপাধ্যায়কে চাঁচাছোলা ভাষায় আক্রমণ করেছেন তিনি। সেই জনসভার পাল্টা রবিবার বিজেপি বাবুরহাটে সভা করছে বলে মনে করছে রাজনৈতিক মহল।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584