নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুরঃ
ঝাড়গ্রাম জেলার লালগড়ের পূর্ণাপানি গ্ৰামের ছায়া যাতে না পড়ে তার জন্য আগে থেকেই সতর্ক হয়ে এলাকা পরিদর্শন করেন সবং ব্লকের ৩ নং ডন্ডরা অঞ্চলের বাগালপাড়া এলাকার রাজ্যসভার সাংসদ মানস ভূঁইয়া,বিধায়ক গীতা ভূঁইয়া,বি ডি ও অভিজিৎ ব্যানার্জি, পঞ্চায়েত সমিতির সভাপতি জাহিরা বিবি, কর্মাধ্যক্ষ আবু তাহের সহ অন্যান্য সরকারি বিভিন্ন দফতরের আধিকারিকবৃন্দ।

এলাকায় ২৬টি বাগাল পরিবারের বাস,যারা মূলত আদিবাসী জনগোষ্ঠীর চেয়েও নীচু জাতির।এলাকাবাসীদের হাতে শীতের পোশাক তুলে দেওয়া হয়।কয়েক মাস আগে এই এলাকায় জেলাশাসক পরিদর্শন করেন।এলাকায় ২৬ টি পরিবারের মধ্যে ১৫ টি পরিবারের সদস্যদের কোনো রেশন কার্ড নেই।সেই সব পরিবার যাতে অতিদ্রুত রেশন কার্ড পায় তার ব্যবস্থা করতে বিডিওকে নির্দেশ দেন মানস ভূঁইয়া।যতদিন না কার্ড পাচ্ছে ততদিন বিডিও অফিস থেকে ওইসব পরিবারের সদস্যদেরকে খাদ্য প্রদান করা হবে। এলাকায় আরও যে যে সমস্যা আছে তা দ্রুত সমাধানের জন্য অন্যান্য সরকারি আধিকারিকদের নির্দেশ দেন মানস ভূঁইয়া।
আরও পড়ুনঃ শৌচালয়ের সচেতনতায় শোভাযাত্রা
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584