মনিরুল হক,কোচবিহারঃ

নির্দল দুই গ্রাম পঞ্চায়েত সদস্য তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন শনিবার। এদিন কোচবিহার ১ নং ব্লকের হাড়িভাঙ্গা গ্রাম পঞ্চায়েতের নির্দল গ্রাম পঞ্চায়েত সদস্যের নাম মানমুয়া বিবি ও মোস্তফা হোসেন। মানমুয়া বিবি কুর্সামারি এলাকার ও মোস্তফা হোসেন নাককাটি এলাকার পঞ্চায়েত সদস্য। ওই দুই নির্দল পঞ্চায়েত সদস্য তৃণমূল কংগ্রেসের কোচবিহার ১ নং ব্লকের সভাপতি খোকন মিয়াঁ ও কার্যকরী সভাপতির হাত ধরে তৃনমূলে যোগদান করেন। ওই দুই পঞ্চায়েত সদস্য ছাড়াও তাদের সাথে দুই শতাধিক নির্দল সমর্থক তৃণমূল কংগ্রেসে যোগ দেয় বলে দাবী স্থানীয় নেতৃত্বের।
আরও পড়ুনঃ নির্দল ছেড়ে ঘাসফুলে যোগ
তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি খোকন মিয়াঁ বলেন,জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শে অনুপ্রাণিত হয়ে আজকে হাড়ি ভাঙ্গা গ্রাম পঞ্চায়েতের দুই জন নির্দল গ্রাম পঞ্চায়েত সদস্য তৃণমূলে যোগ দিলেন। ওই দুই পঞ্চায়েত সদস্যের সাথে আরও দুইশত নির্দল সমর্থক আজকে আমাদের দলে যোগ দিয়েছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584