রাজ্যে কোভিড সংক্রমণ বৃদ্ধি মেনে ছুটি বাতিল স্বাস্থ্যকর্মীদের

0
99

শুভম বন্দ্যোপাধ্যায়, কলকাতাঃ

পুজোর মুখে যে সংক্রমণ বাড়ছে, তা এবার মেনে নিলেন খোদ মুখ্যমন্ত্রী। সেই কারণে সোমবার নবান্নে সাংবাদিক বৈঠকে বসে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ঘোষণা করলেন তিনি। তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘোষণা হল, পশ্চিমবঙ্গে বেসরকারি ল্যাবগুলিতে এবার কমছে করোনা পরীক্ষার খরচ।

ছবিঃ বিভাস লোধ

বর্তমানে কোনও বেসরকারি ল্যাবরেটরি বা প্যাথলজিক্যাল সেন্টারে করোনা পরীক্ষা করতে খরচ পড়ে ২২৫০ টাকা। মুখ্যমন্ত্রীর সিদ্ধান্ত অনুযায়ী করোনা পরীক্ষা রেট কমিয়ে আনা হল ১৫০০ টাকায়। এই সিদ্ধান্তকে সোমবার মুখ্যমন্ত্রীর শারদ উপহার বলেই উল্লেখ করেন রাজ্যের মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়। এ ছাড়াও এদিন রাজ্যের পক্ষ থেকে বেসরকারি অ্যাম্বুল্যান্সের ভাড়া কমানোর আবেদন জানানো হয়। যদিও তা নিয়ে রাজ্যের তরফে কিছু নির্দিষ্ট বলে দেওয়া হয়নি। তবে যেভাবে নিত্যদিন অ্যাম্বুল্যান্সে জুুলুমবাজির কথা শোনা যাচ্ছে, তাতে এখনই এই বিষয়ে নিয়ন্ত্রণ না এলে কড়া ব্যবস্থা নিতেই পারে রাজ্য প্রশাসন।

আরও পড়ুনঃ মেদিনীপুর শহরের বিদ্যুৎ দফতরের কার্যালয়ে বিক্ষোভ

মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়ের কথায়, ‘পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য দফতর এবং কলকাতা পুরসভা বিনামূল্যে নিঃশর্তে রাজ্যের সকল কোভিড রোগীকে অ্যাম্বুল্যান্স পরিষেবা দেয়। যে কোনও রোগী স্বাস্থ্যভবন বা কলকাতা পুরসভায় ফোন করে যে কোনও হাসপাতালে বা নার্সিংহোমে কোভিড চিকিৎসার জন্য আসতে–যেতে নিখরচায় সরকারি অ্যাম্বুল্যান্স পান বা পেতে পারেন। তবুও কিছু মানুষ বেসরকারি হাসপাতাল বা নার্সিংহোম বা অন্য সংস্থার অ্যাম্বুল্যান্স ভাড়া করেন। সে ক্ষেত্রেও অ্যাম্বুল্যান্সের ভাড়া কমানো দরকার বলে মনে করে রাজ্য সরকার। মুখ্যমন্ত্রীর নির্দেশে রাজ্য সরকার সংশ্লিষ্ট রেগুলেটরি কমিশনের কাছে অনুরোধ করছে, অবিলম্বে পুজোর আগেই এই সব বেসরকারি অ্যাম্বুল্যান্সের ভাড়া একটা ন্যায্য সহনশীল স্তরে নামিয়ে আনা হোক।’

ছবিঃ বিভাস লোধ

এছাড়াও রাজ্যে ফের কোভিড পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় ফের বিভিন্ন হাসপাতালে বাড়ানো হচ্ছে কোভিড শয্যা। একইসঙ্গে রাজ্যের বিভিন্ন কোভিড হাসপাতালে নিয়োগ করা হচ্ছে ২৪৭৫ নার্স। এক সময়ে ভিনরাজ্যের নার্সরা চলে যাওয়ায় যে সমস্যার সৃষ্টি হয়েছিল, এই সিদ্ধান্তের ফলে তা অনেকটাই মিটবে বলে মনে করা হচ্ছে।

আরও পড়ুনঃ তিস্তা তোর্সা ট্রেন কোচবিহারে স্থানান্তরের প্রতিবাদে আলিপুরদুয়ার স্টেশনে বিক্ষোভ

এএসআই বালিটিকুরিতে নতুন ৪৮টি শয্যা রবিবার থেকে চালু হয়ে গিয়েছে। মুখ্যমন্ত্রীর নির্দেশে সোমবার থেকে এমআর বাঙুর হাসপাতালে ৫৬টি নতুন বেড চালু হবে। আরও নতুন ৪৯৬টি বেড চালু হবে আগামী ২–৩ সপ্তাহের মধ্যেই। পুজোর আগেই রাজ্য জুড়ে এভাবে প্রায় ৬০০টি বিনামূল্যে সরকারি বেডের সংখ্যা বাড়ছে। এগুলি সবই আইসিইউ এইউডিজি বেড। এমন বেড রাজ্যে এই মুহূর্তে রয়েছে ১২৪৭টি। এমন আরও ৬০০টি অর্থাৎ প্রায় ৫০ শতাংশ বেড বাড়ানো হচ্ছে।’

cm program | newsfront.co
ছবিঃ বিভাস লোধ

এছাড়া যেসব চিকিৎসক একা চেম্বার চালান বা পাড়ায় পাড়ায় যে সব ডাক্তার রোগী দেখেন তাঁদের কথা ভেবে রাজ্য সরকার সিদ্ধান্ত নিয়েছে, কোভিড পরিস্থিতির খাতিরে ক্লিনিক্যাল এসট্যাব্লিশমেন্ট অ্যাক্টের খুঁটিনাটি নিয়ন্ত্রণ থেকে তাঁদের মুক্ত করা হবে। ফলে রোগীদের আরও ভালভাবে পরিষেবা দিতে পারবেন।

করোনা আবহে এ বছর মুখ্যমন্ত্রী নবান্ন থেকে ভার্চুয়াল পুজো উদ্বোধন করবেন৷ আগামী ১৫, ১৬ ও ১৭ অক্টোবর বিকাল ৫ টা থেকে শুরু হবে উদ্বোধন৷ এর জন্য কলকাতাকে তিনটি জোনে ভাগ করে নেওয়া হবে৷

আরও পড়ুনঃ অসমের মুখ্যমন্ত্রীর প্রশংসা রিয়ানকে

নবান্ন থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আরও বলেন, ‘করোনা সংক্রমণ বাড়ছে, প্রত্যেকে মাস্ক পরুন৷ সংক্রমণ আটকাতে সামাজিক দূরত্ব বজায় রাখুন৷ পুজো প্যান্ডেলে যাওয়ার সময় মাস্ক পরুন৷ সতর্কতামূলক প্রচার করতে হবে পুজো কমিটিকে৷ মাস্ক না পরলে প্যান্ডেলে ঢুকতে দেবেন না৷ প্রয়োজনে প্যান্ডেলে ঢোকার সময় স্যানিটাইজার, মাস্ক দিন৷

ব্যবস্থাপনা দেখে বিশ্ববাংলা শারদ সম্মানে অতিরিক্ত পয়েন্ট’ দেওয়া হবে।প্যান্ডেলের কাছে সাংস্কৃতিক অনুষ্ঠান করা যাবে না। স্থানীয় স্তরে পুজো উদ্বোধন করা যায় কিনা দেখুন।
পুজোর সময় নবান্ন ও স্বাস্থ্যভবনে সর্বক্ষণের জন্য খোলা থাকবে কন্ট্রোল রুম, জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷

আরও পড়ুনঃ বিএড পাস করেও নেই চাকরি, আলিপুরদুয়ারের জেলা শাসককে স্মারকলিপি বেকারদের

তিনি কেন্দ্রীয় সরকারকে কটাক্ষ করে বলেন, এ বছর উত্তরপ্রদেশে পুজোর অনুমতি নেই৷ দিল্লির সিআর পার্ক ছাড়া আর কোনও অনুমতি নেই৷ সেখানে বাংলায় পুজো হবে৷ পাশাপাশি সংক্রমণও আটকাতে হবে৷’ তারপরই আলাপন বন্দ্যোপাধ্যায় জানালেন,বর্তমান পরিস্থিতির প্রেক্ষিতে কোভিড চিকিৎসার সঙ্গে যুক্ত কর্মীদের পুজোয় ছুটি বাতিল করা হয়েছে৷ ‘

মুখ্যমন্ত্রীর সিদ্ধান্ত অনুযায়ী আগামী ১৬ অক্টোবর উত্তর কলকাতার প্রতিমা, তার পরেরদিন অর্থাৎ ১৭ অক্টোবর দক্ষিণ কলকাতা এবং ১৮ অক্টোবর বেহালা ও যাদবপুরের প্রতিমা ভারচুয়ালি উদ্বোধন করা হবে। তবে চেতলা অগ্রণীর পুজো উদ্বোধনে সশরীরে অল্প সময়ের জন্য উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here