মনিরুল হক, কোচবিহারঃ
লোকসভা নির্বাচনের ফল প্রকাশের পর তৃনমূল ধরাশায়ী অবস্থা হয়। এই পরিস্থিতি দলীয় কর্মীরা বিজেপির দলীয় পতাকা বহন করতে শুরু করে। যদিও তৃনমূল নেতৃত্বের দাবি ভক্তিতে নয় ভয়ে বিজেপিতে যোগদান করেন। তার ফের মনে সাহস নিয়ে আবার দলে আস্তে শুরু করেছে।
শুক্রবার তুফানগঞ্জ ২ নং ব্লকের রামপুর ২ নং গ্রাম পঞ্চায়েত এলাকায় তৃনমূলের কর্মী কনভেনশন হয়। সেই কর্মী কনভেনশনে স্থানীয় ২০০ বিজেপি কর্মী তৃনমূলে যোগদান করেন। দলছুট ওই কর্মীদের হাতে পতাকা তুলে দেয় তুফানগঞ্জ ২ নং ব্লকের কোনভেনার ধনেশ্বর বর্মন।
আরও পড়ুনঃ জাতীয় সড়কে ছিনতাইয়ে ধৃত অভিযুক্তকে নিয়ে ঘটনার পুনঃনির্মাণ পুলিশের
তিনি বলেন, বিজেপি হার্মাদদের ভয়ে আমাদের কর্মীরা বিজেপি দলে যোগদান করেছিল। বর্তমানে তাদের মোহভঙ্গ হয়েছে। দেশের পক্ষে বিজেপি যে মহাবিপদ সেটা বুঝতে পেরেই মমতা ব্যানার্জির উন্নয়নের হাতকে শক্ত করাতে তারা ফের বিজেপি ছেড়ে তৃনমূলে যোগদান করেন। এর ফলে এলাকায় শক্তি বৃদ্ধি হয়েছে বলে দাবি করেন তিনি।
যদিও স্থানীয় নেতৃত্বের দাবি, আদৌতে কোন বিজেপি কর্মী তৃনমূলে যোগদান করে নি। যারা গিয়েছে তারা তৃনমুলেই ছিল। কারন এই এলাকায় তাদের ক্ষমতা নেই। তারা নিজেদের কর্মীদের দলে যোগ করে খবরে আসার চেষ্টা করছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584