সুদীপ পাল,বর্ধমানঃ
ভোটের ডিউটি না করে লটারির দোকানে টিকিট কাটতে ব্যস্ত দেখা গেল ভোটের কাজে যুক্ত রাজ্য পুলিশ সশস্ত্রবাহিনী কর্মীদের।
ঘটনাটি ঘটেছে পাণ্ডবেশ্বর রেল স্টেশন সংলগ্ন এলাকার। অভিযুক্ত নিরাপত্তা রক্ষীরা রাজ্য পুলিশের সশস্ত্র বাহিনী। পাণ্ডবেশ্বর এলাকায় মোবাইল ডিউটিতে নিযুক্ত বলে জানা গেছে। পুলিশকে ভোটের ডিউটি ছেড়ে লটারি কিনতে দেখে রেগে যায় স্থানীয় জনতা। প্রশ্ন করতে থাকেন তাঁর ডিউটি ঠিক কোন জায়গায়?কিন্তু তিনি কোনরকম সদুত্তর দিতে পারেননি।শুধুমাত্র উল্লেখ করেন,মোবাইল ডিউটিতে তিনি নিযুক্ত।এর পরেই তাঁকে প্রশ্ন করা হয় মোবাইল ডিউটি নমুনা কি টিকিট কাটা?
আরও পড়ুনঃ কেষ্টর কাছে অনুপম,সৌজন্য বলে দাবী দিলীপের
জনতার রোষ দেখে দ্রুত ঐ স্থান পরিত্যাগ করেন নিরাপত্তারক্ষী।পুলিশের লটারি কাটা দেখে অনেকেই বলছেন,ভোটের ডিউটি থেকে লটারি কাটাকে যারা গুরুত্বপূর্ণ মনে করে তাদের হাতে এই ধরনের বড় নির্বাচন ছেড়ে দিলে তা যে নিরপেক্ষ হবে না একথা চোখ বন্ধ করেই বলা যায়।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584