নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ
বিস্ফোরণের অভিঘাত এখনও পুরোপুরি নির্ণীত না হলেও সরকার চিন্তিত মজুত খাদ্যশস্যের পরিমাণ নিয়ে। বিস্ফোরণের পরে তাদের হাতে এখনও যা মজুত খাদ্যশস্য রয়েছে, তা একমাসের কিছু কম চলার মতো। কিন্তু লেবানন সরকারের খাদ্য সুরক্ষা আইন অনুযায়ী তিন মাসের খাদ্যশস্য মজুত থাকা আবশ্যিক।
বেইরুটে বিস্ফোরণটি ছিল বন্দর এলাকায়, সেখানে মজুত থাকা খাদ্যশস্য ব্যাপক ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। লেবাননের প্রধান খাদ্যশস্য মজুত করে রাখার সাইলো গুলি বেইরুট বন্দরের কাছে এবং বিস্ফোরণের মধ্যে মজুত রাখা গম বেশির ভাগটাই নষ্ট হয়ে গেছে বিস্ফোরণে।
আরও পড়ুনঃ বেইরুট বিস্ফোরণ: মৃত কমপক্ষে ৭৮, আহত ৪ হাজারের বেশি
আহমেদ হাতিত, গম রপ্তানি ব্যবসায়ীদের প্রধান , জানান বিস্ফোরণের সময় সেখানে মজুত ছিল ১৫ হাজার টন গম। সেগুলি নষ্ট হয়ে গেছে আর তিনমাসের খাদ্যশস্য জমা রাখার মতো বড় সাইলো আছে বেইরুট থেকে আন্দাজ ১ মাইল দূরে অবস্থিত শহর ত্রিপোলিতে। এই মুহূর্তে লেবানন সরকারের লক্ষ্য আগামী তিন মাসের মত খাদ্যশস্য ত্রিপলির সাইলোতে মজুত করা। ২৮ হাজার টন গম, ২৫ হাজার টন ময়দা সরকার সর্বাগ্রে ত্রিপোলিতে পৌঁছে দেওয়া।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584