জোটের জট মাথায় নিয়েই ব্রিগেডে পা রাখছে বাম – কংগ্রেস

0
92

উজ্জ্বল দত্ত, কলকাতাঃ

adhir chowdhury | newsfront.co
সাংবাদিকদের মুখোমুখি সেলিম – অধীর। নিজস্ব চিত্র

রবিবার বাম-কংগ্রেস-সিদ্দিকীর যৌথ ব্রিগেড জনসভার আগে শনিবার আলিমুদ্দিনের তিন দলের যৌথ বৈঠকে এলেন না ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের আব্বাস সিদ্দিকী বা তাঁর কোনও প্রতিনিধি। সূত্রের খবর,আব্বাস সিদ্দিকী চিঠি দিয়ে জানান, তিনি একটি সভায় ব্যস্ত। তাই আপনারা আসন সমঝোতা বিষয়ে যা সিদ্ধান্ত নেবেন, তাতে পূর্ণ সমর্থন রইল। এদিকে আলিমুদ্দিনে এই বৈঠক দুঘণ্টা চললেও কোনও রাজনৈতিক সূত্র বের হয়নি বলে খবর। প্রসঙ্গত, আব্বাস কয়েকদিন ধরেই কংগ্রেসের ওপর চাপ রেখেছেন।

তিনি হুমকি দিয়েছেন, রবিবারের মধ্যে কংগ্রেস যদি তাদের দাবি না মানে,তারা জোটে থাকবেন না। অথচ তাদের সঙ্গে বামেদের আসন সমঝোতা প্রায় শেষ বলা চলে। বামেরা কংগ্রেসের সঙ্গে আসন সমঝোতার পর নিজেদের থেকে ত্রিশটি আসন ছেড়েছে বলে খবর। আব্বাস কংগ্রেসের থেকে আরো দশটা আসন দাবি করেছে। এই আসনগুলি মালদা, মুর্শিদাবাদে। এগুলির মধ্যে কংগ্রেসের জেতা আসন আছে বলে জানিয়েছে কংগ্রেস। তাই সেগুলি ছাড়তে নারাজ তারা।

আরও পড়ুনঃ জলপাইগুড়িতে ৪৬৯ বুথের দায়িত্বে মহিলা কর্মীরা

সব মিলিয়ে একটি জটের সৃষ্টি হয়েছে। অন্যদিকে রবিবারের এই ব্রিগেডে আসছেন না কংগ্রেস নেতা রাহুল গান্ধী। শীর্ষ নেতা না আসায় বামেদের কাছে জোটের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন উঠেছ। রাজ্য কংগ্রেস নেতৃত্ব অবশ্য বলছেন, রাহুল গান্ধী কেরালা ভোট নিয়ে ব্যস্ত। সেজন্য ব্রিগেডের সভায় উপস্থিত থাকবেন ছত্রিশগড়ের কংগ্রেসী মুখ্যমন্ত্রী ভুলে সিং বাঘেলা ও সর্বভারতীয় সম্পাদক জিতেন প্রসাদ। বামেদের তরফে সিপিআই এর শীর্ষ নেতা ডি রাজা ও সিপিআই(এম) সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here