নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ
শুধু ভোট নয় সমস্ত গণ আন্দোলনে কংগ্রেসের সঙ্গে বামেদের জোট অটুটু থাকবে। লোকসভার ভোটে কংগ্রেসের সঙ্গে বামেদের যে জোট হয়েছিল তা সমস্ত বিধানসভা , পুরসভা , পঞ্চায়েত ভোট, এমনকি উপনির্বাচনেও অটুট রয়েছে।
রবিবার মেদিনীপুরের বিদ্যাসাগর হল ময়দানে প্রয়াত সিপিএম নেতা সুকুমার সেনগুপ্ত স্মারক বক্তৃতাতে এভাবেই কংগ্রেসের সঙ্গে বামেদের জোটকে ব্যাখ্যা করেন সিপিএমের রাজ্য সম্পাদক ডাঃ সূর্যকান্ত মিশ্র।
তাঁকে বলতে শোনা যায় , পার্টি কংগ্রেসে, কেন্দ্রীয় কমিটিতে, রাজ্য কমিটিতে, বামফ্রন্টের মিটিংয়ে যা ঠিক হয়েছে, যে কৌশল লোকসভা নির্বাচনে দল নিয়েছিল তা সঠিক ছিল। তবে তা সঠিকভাবে প্রয়োগ করা যায়নি। এবার থেকে প্রতিটি ভোটে তা সঠিকভাবে প্রয়োগ করতে হবে, এটাই শিক্ষা। তাই সেই কৌশল অপরিবর্তিতই থাকছে।
সূর্য বাবু জানান , সারাদেশে কংগ্রেসের একটা বড় ভূমিকা রয়েছে। এখনো বিজেপির মতো সাম্প্রদায়িক শক্তিকে ঠেকাতে দেশের রাজনীতিতে তারাই বড় মুখ। এটা অস্বীকার করা যায়না।
দলের কর্মীদের উদ্দেশ্যে বলেন, বামেদের শক্তি বাড়াতে হবে। বামফ্রন্টের বাইরে যে বাম রয়েছে তাঁদেরকেও সামিল করতে হবে। স্থানীয় স্তরে তৃণমূল ও বিজেপি বিরোধী যেসব কর্মসূচি নেওয়া হবে এতেও কংগ্রেসকে সঙ্গে নিতে হবে।
এই পাশাপাশি তিনি কাশ্মীর , এনআরসি, দেশের বেহাল আর্থিক অবস্থা নিয়ে কেন্দ্রের বিজেপি সরকারের কঠোর সমালোচনা করেন।
এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিপিএমের পশ্চিম মেদিনীপুর জেলা সম্পাদক তরুণ রায় ,সিপিএম নেতা দীপক সরকার , তাপস সিনহা।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584