নিজস্ব সংবাদদাতা, মুর্শিদাবাদঃ
কান্দিতে পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে কান্দিতে বামফ্রন্টের পক্ষ থেকে পেট্রোল পাম্পের সামনে বিক্ষোভ প্রদর্শন করা হলো । বর্তমানে পেট্রোলের দাম ১০০ টাকা ছুঁই ছুঁই, ডিজেলের দাম ১০০-র দোরগোড়ায়। এবং গ্যাসের দামও ১০০ টাকা ছুঁই ছুঁই।
পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধি হওয়ায় মানুষের নিত্যপ্রয়োজনীয় জিনিসের দামও বৃদ্ধি হচ্ছে এর ফলে সমস্যায় পড়েছেন সাধারণ মানুষ। বামফ্রন্টের দাবি কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে লাগাম হীন পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধি করা হচ্ছে ফলে সমস্যায় পড়ছেন সাধারণ মানুষ।
আরও পড়ুনঃ জলঙ্গী ব্লকের স্থানীয় পঞ্চায়েত মেম্বারের উদ্যোগে ঢালাই রাস্তা নির্মান
তাই এবার পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে বুধবার সকালে কান্দি পেট্রোলপাম্পে বিক্ষোভ প্রদর্শন করা হল কান্দি বামফ্রন্টের পক্ষ থেকে। এছাড়াও কৃষি কাজে ব্যবহৃত বিদ্যুৎ বিল মুকুব করতে হবে ,বিনামূল্যে খাদ্য সামগ্রী সরবরাহ ইত্যাদি একাধিক দাবিতে এদিন আন্দোলনের ডাক দেয় সারা ভারত কৃষক সভা।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584