রাস্তা ঘিরে অবস্থান বিক্ষোভে উত্তাল বিশ্বভারতী চত্ত্বর

0
65

পিয়ালী দাস, বীরভূমঃ

অবস্থান বিক্ষোভে শনিবার সকাল থেকেই উত্তপ্ত বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় চত্ত্বর ৷ এদিন সকালে রাস্তা ফেরতের দাবিতে অবস্থান বিক্ষোভে সামিল হন উপাচার্য এবং অধ্যাপকরা। উপাচার্য বিশ্বভারতীকে গৈরিকীকরণের চেষ্টা করছেন, এই অভিযোগে বিক্ষোভ দেখায় বাম ছাত্র সংগঠন।

protest | newsfront.co
অবস্থান বিক্ষোভ ৷ নিজস্ব চিত্র

উপাচার্যের বিরুদ্ধে ক্ষোভপ্রকাশ করে অবস্থান বিক্ষোভে অংশ নেন কবিগুরু মার্কেট এবং বোলপুর ব্যবসায়ী সমিতির সদস্যরা।কালীসায়র থেকে উপাসনা মন্দির পর্যন্ত রাস্তা নিয়ে রাজ্য সরকারের সঙ্গে বিশ্বভারতীর সংঘাত চরমে উঠেছে । উল্লেখ্য, উপাচার্য থাকাকালীন এই রাস্তাটি রাজ্যের কাছ থেকে চেয়েছিলেন স্বপন দত্ত । বছরখানেক আগে তা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে দেওয়া হয়।

আরও পড়ুনঃ আলাপিনী মহিলা সমিতির ঘর ফিরিয়ে দেওয়ার দাবিতে পদযাত্রা বিশ্বভারতীতে

তবে মাস ছয়েক আগে থেকে বিভিন্ন কারণ দেখিয়ে রাস্তা বন্ধ করে দেওয়া হচ্ছিল। সেখানে ব্যারিকেড লাগিয়ে দেওয়া হয়। রাস্তাটি কোনওভাবে সকলে ব্যবহার করতে পারবেন না বলেও জানিয়ে দেওয়া হয়। শুরু হয় যান নিয়ন্ত্রণ। এমনকী ওই রাস্তায় দাঁড়িয়ে বিশ্বভারতীর ছবিও তোলা যাবে না বলে নোটিস দিয়ে জানিয়ে দেয় কর্তৃপক্ষ। তার ফলে ওই রাস্তার দু’পাশে বসবাসকারীরা অত্যন্ত সমস্যায় পড়েন।

একাধিকবার বিক্ষোভ দেখান তাঁরা। এই সমস্যা সমাধানের জন্য অমর্ত্য সেন-সহ অনেকেই চিঠি পাঠান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। তারপরই গত বছর বোলপুরের প্রশাসনিক বৈঠকে রাস্তা ফেরত নিয়ে নেয় রাজ্য সরকার।আর তারই প্রতিবাদে শনিবার সকাল থেকে ছাতিমতলায় অবস্থান বিক্ষোভে সামিল হন বিশ্বভারতীর উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী-সহ কর্মী ও অধ্যাপকেরা।

আরও পড়ুনঃ জেতা – হারা বিষয় নয়, মানুষের পাশেই থাকবে তারা! ঝাড়গ্রামে বললেন শতরুপ

এদিকে, উপাচার্যের অবস্থান শুরুর প্রায় সঙ্গে সঙ্গেই বিক্ষোভে সামিল হন বাম ছাত্র সংগঠনের সদস্যরা। তাঁদের দাবি, উপাচার্য বিশ্বভারতীতে গৈরিকীকরণের চেষ্টা করছেন। অবস্থান শেষের পর রবীন্দ্রভবনের সামনে ছাতিমতলা থেকে দরজা দিয়ে বেরনোর সময় রাস্তা আটকে বিক্ষোভ দেখাতে থাকেন বাম ছাত্র সংগঠনের সদস্যরা। নিরাপত্তারক্ষীরা বাধা দেয়। একপ্রস্থ ধস্তাধস্তি শুরু হয়। উপাচার্য গাড়ি নিয়ে বেরিয়ে যান।

তবে কর্মী এবং অধ্যাপকরা কিছুক্ষণের জন্য আটকে পড়েন। পরে নিরাপত্তারক্ষীদের তৎপরতায় পরিস্থিতি স্বাভাবিক হয়। উপাচার্যের বিরুদ্ধে রাজনীতিকরণের অভিযোগ এবং ২০১৯ সালে পৌষমেলার জন্য জমা নেওয়া সিকিউরিটি মানি ফেরতের দাবিতে উপাসনা মন্দিরের অবস্থান বিক্ষোভে সামিল হন কবিগুরু মার্কেট এবং বোলপুর ব্যবসায়ী সমিতির সদস্যরা।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here