অসহযোগিতার অভিযোগে টিএমসিপি ছাড়ার সিদ্ধান্ত

0
63

নিজস্ব সংবাদদাতা,ঝাড়গ্রামঃ

নিজস্ব চিত্র

সাঁকরাইল অনিল বিশ্বাস স্মৃতি মহাবিদ্যালয়ের টিএমসিপি ইউনিটের সমস্ত সদস্য পদত্যাগ করলেন।তারা টিএমসিপি ছেড়ে দিলেন। টিএমসিপির ঝাড়গ্রাম জেলা সভাপতি সত্যরঞ্জন বারিককে লিখিতভাবে তারা জানিয়ে দিয়েছেন, নেতৃত্বের কাছ থেকে কোনো রকম সহযোগিতা না পেয়ে তারা এই সিদ্ধান্ত নিয়েছেন।

কয়েক মাস ধরেই ঝাড়গ্রাম জেলার কলেজগুলিতে গেরুয়া ছাত্র সংগঠন এবিভিপি এবং টিএমসিপির মধ্যে ক্ষমতা দখলের লড়াই চলছে।কলেজগুলিতে গোলমালের ঘটনা ঘটছে।সাঁকরাইল কলেজে কিছুদিন আগে উভয় পক্ষের গোলমালে টিএমসিপি সমর্থক দুই ছাত্রীসহ তিনজনকে এবিভিপির সদস্যরা মারধর করে বলে অভিযোগ।

college | newsfront.co
নিজস্ব চিত্র

কিন্তু ওই ঘটনায় নেতৃত্বের কাছ থেকে কোনো রকম সহযোগিতা পাননি বলে অভিযোগ পদত্যাগী টিএমসিপি সদস্যদের।তাই ক্ষুব্ধ হয়ে সাঁকরাইল ব্লক টিএমসিপির সভাপতি দীপক বেরা সহ জনা পঞ্চাশ সদস্য মঙ্গলবার সংগঠন ছেড়েছেন।

 tmcp | newsfront.co
নিজস্ব চিত্র

আরও পড়ুনঃ এবিভিপি ও টিএমসিপি সংঘর্ষে উত্তপ্ত বেলদা কলেজ

নেতৃত্বের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ তুলে এদিন মানিকপাড়া এলাকার টিএমসিপি কর্মীরাও টিএমসিপির ঝাড়গ্রাম গ্রামীণ সভাপতি সেখ নজরুলের নেতৃত্বে আরো ৪৮ জন টিএমসিপির সদস্যপদ থেকে পদত্যাগ করছেন।

এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে টিএমসিপির নেতৃত্বের মধ্যে।এদিন সাঁকরাইল কলেজে পদত্যাগী টিএমসিপি সদস্যরা কলেজ লাগোয়া এলাকা চত্বর থেকে টিএমসিপির পতাকা,ফেস্টুন ও ব্যানার খুলে নেন।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here