আব্বাসকে সহবতের বার্তা বিমানের, ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক মোর্চার

0
84

উজ্জ্বল দত্ত, কলকাতাঃ

সোমবার কংগ্রেসের সঙ্গে বৈঠক করার পর বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু স্পষ্ট জানিয়ে দিলেন, ব্রিগেডের সভায় অধীর চৌধুরীকে ঠেস দিয়ে যে বক্তব্য রেখেছেন আব্বাস সিদ্দিকী, তাতে তিনি খুশি নন।

Biman Bose | newsfront.co
ছবিঃ এএনআই

কারণ আসন্ন বিধানসভা নির্বাচনে তাঁরা এগিয়ে যেতে চান। আসন-বণ্টন নিয়ে ইতিবাচক আলোচনা সম্পন্ন হয়েছে। রবিবার ব্রিগেড সমাবেশে আব্বাস সিদ্দিকীর মন্তব্য নিয়ে ক্ষোভ প্রকাশ করেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু। তিনি জানিয়ে দেন, ভবিষ্যতে আব্বাস সিদ্দিকী এমন মন্তব্য করবেন না। সেই বার্তা আব্বাসের কাছে পৌঁছে দেওয়া হয়েছে।

তবে বামফ্রন্ট ও কংগ্রেসের বাহ্যিক অবয়ব দেখে মনে হচ্ছিল, জোট নিয়ে তাঁরা খুব একটা স্বস্তিতে নেই। আসন্ন বিধানসভা নির্বাচনে আব্বাস সিদ্দিকী জোটের কাঁটা সে কথা মুখে না বললেও, বুঝিয়ে দিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী।

আরও পড়ুনঃ পাঁচতারা হোটেলে পদ্ম দলে নাম লিখিয়ে আপ্লুত শ্রাবন্তী

বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু জানিয়ে দিলেন যেভাবে আসন সমঝোতা হয়েছে তাতে ভুল বোঝাবুঝির জায়গা নেই। তৃণমূল এবং বিজেপির সঙ্গে সমদূরত্ব বজায় রেখে গণতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ একাধিক সংগঠনকে বামফ্রন্ট ও কংগ্রেসের যৌথ মঞ্চে আহ্বান জানিয়েছেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু।

আরও পড়ুনঃ বাইপাসে গাড়িতে মিনিট্রাকের ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা মুখ্যমন্ত্রীর ভাইয়ের

তবে মালদা এবং মুর্শিদাবাদে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টকে কোনও আসন ছাড়া হবে না সেই বার্তাও দিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। অধীর চৌধুরীর বার্তায় স্পষ্ট হয়ে গেল আসন সমঝোতা নিয়ে এখনও পিছিয়ে রয়েছে কংগ্রেস। বৈঠক শেষে বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু জানালেন, যত দ্রুত সম্ভব তাঁরা প্রার্থী তালিকা ঘোষণা করবেন।

অন্যদিকে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী জানিয়ে দিলেন, এআইসিসির কাছে চূড়ান্ত প্রার্থী তালিকা পাঠানো হবে আগামীকাল। সিলমোহর পড়লেই তালিকা ঘোষণা করে দেওয়া হবে। আজ মঙ্গলবার আলিমুদ্দিনে আব্বাসের সঙ্গে বসছে কংগ্রেস ও বামেরা।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here