সাতগাছিয়ায় বামেদের বাইক ও সাইকেল মিছিল

0
84

শ্যামল রায়,কালনাঃ
সোমবার-পূর্ব বর্ধমান লোকসভা কেন্দ্রের বামফ্রন্ট প্রার্থী ঈশ্বরচন্দ্র দাসের সমর্থনে লালঝান্ডার মিছিল শুরু হয় সন্ত্রাস কবলিত পূর্ব সাতগাছিয়া থেকে।পরিবর্তনের সরকার প্রতিষ্ঠিত  হওয়ার পর কালনা-২ পঞ্চায়েত সমিতির এই এলাকা থেকে লাল ঝান্ডাকে মুছে দিতে সমস্ত রকমের অত্যাচার নামিয়ে আনা হয়।

Leftfront procession at satgachia
নিজস্ব চিত্র

মিথ্যা মামলা দিয়ে জেলে ভরা,বাড়ি ছাড়া করা,  বামফ্রন্টের আমলে গরিবদের মধ্যে বিলি করা জমি দখল করা, হুমকি,শাসানি কোনটাই বাদ যায়নি।এমন কি ১৯৭১ সালে কংগ্রেসের ঘাতক বাহিনীর হাতে শহীদ হয়ে যাওয়া কমঃ নিয়ামত আলী বারী ও পিন্টু মুখার্জির শহীদ দিবস  পালনেও শাসক দলের বাধা।পঞ্চায়েত নির্বাচনে  ২০ সদস্যের পূর্ব সাতগাছি  পঞ্চায়েতে ৯টি সিট  দখল করলেও  বামপন্থীদের বিরোধী দলের মর্যাদাটুকু পর্যন্ত দেওয়া হয়নি।এই সব অত্যাচার  নামিয়েও পূর্ব সাতগাছিয়া থেকে লাল ঝান্ডাকে  শেষ করা যায়নি।বাম কর্মীরা তার প্রমানও  দিলো।সোমবার সাতসকালেই  লাল ঝান্ডা নিয়ে   বারাসাতে জমায়েত হয়ে বামপন্থীরা।বামফ্রট প্রার্থী ঈশ্বরচন্দ্র দাসের সমর্থনে এদিন একটি   বাইক ও সাইকেল মিছিল শুরু হয়।সাতগাছি, মেদগাছি,বন্দেবাজ,কুলেদা,হাঁসপুকুর শ্বাসপুর  প্রভৃতি গ্রামগুলি পরিক্রমার পর রামকৃষ্ণ পল্লীতে পূর্ব সাতগাছিয়া গ্রাম পঞ্চায়েত এলাকার মিছিল শেষ হয়।একই লক্ষ্যে পূর্ব সাতগাছিয়ার পাশের আরও দুটি গ্রাম পঞ্চায়েত কল্যাণপুর ও আনুখালের বিভিন্ন গ্রামে মিছিল পরিক্রমা করে। সি পি আই এমের  কালনা শহর ও কালনা-২ এরিয়া কমিটির উদ্যোগে সংগঠিত এই মিছিলের নেতৃত্ব দেন পার্টি নেতা স্বপন ব্যানার্জি,মহম্মদ শাহ,বাবুলাল বিশ্বাস প্রমুখ।

আরও পড়ুনঃ মহিলা ঢাক ও আদিবাসী নৃত্য সহ নন্দীগ্রামে তৃণমূলের মিছিল

সিপিএম প্রার্থী ঈশ্বর চন্দ্র দাসের সমর্থনে কর্মী সমর্থকদের বাইক ও সাইকেল মিছিলকে কেন্দ্র করে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি হয়।নির্বাচনের আগে বামেদের এই প্রচার মিছিল এই অঞ্চলে তাদের সংগঠন যথেষ্ঠ শক্ত করেছে বলে মত অনেকের।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here