উজ্জ্বল দত্ত, কলকাতাঃ
বিজেপি ও তৃণমূলের বিরুদ্ধে প্রচার করতে, ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহে ব্রিগেডে জনসভা করতে কংগ্রেসকে পাশে চাইছে রাজ্য বামফ্রন্ট।
রবিবার বাম-কংগ্রেস জোটের বিষয়ে আলোচনা করতে সিপিআই(এম) -এর মুখপত্র গণশক্তির অফিসে আলোচনায় বসেন বামফ্রন্টের চেয়ারম্যান বিমান বসু, সিপিআই(এম) এর সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি ও কংগ্রেসের রাজ্য সভার সাংসদ প্রদীপ ভট্টাচার্য। সেই আলোচনায় বাম নেতৃত্ব ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহে যৌথ ভাবে ব্রিগেড সমাবেশ করার কথা বলেন।
ব্রিগেডের এই সভায় সোনিয়া গান্ধি ও রাহুল গান্ধিকে উপস্থিত থাকার জন্য প্রদীপ ভট্টাচার্যের কাছে প্রস্তাব দেন বাম নেতৃত্ব।একুশে বিধানসভা নির্বাচনে বিজেপি ও তৃণমূল বিরোধী লড়াই হাতে হাত ধরে লড়ার সিদ্ধান্ত নিয়েছে রাজ্যের প্রধান দুই বিরোধী দল সিপিএম, কংগ্রেস। দু’দলের শীর্ষ নেতৃত্বের কাছ থেকে অনুমোদন পাওয়ার পর এবার মাঠে নেমে গা ঘামানোর পালা।
আরও পড়ুনঃ ঝাড়গ্রামে তৃণমূলের ভাঙ্গন ধরালেন শুভেন্দু অধিকারী
রবিবার, সিপিএমের মুখপত্র ‘গণশক্তি’র অফিসে যৌথ কর্মসূচি, আসন বণ্টন-সহ একাধিক বিষয় নিয়ে প্রাথমিকভাবে আলোচনা সারলেন কংগ্রেস সাংসদ প্রদীপ ভট্টাচার্য, বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু এবং সিপিএম সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি। সূত্রের খবর, আলোচনা হয়েছে ফেব্রুয়ারিতে ব্রিগেডে যৌথ সমাবেশ নিয়েও।
আরও পড়ুনঃ পশ্চিমবঙ্গে দেড় জনের সরকার চলছে বলে বালুরঘাটে মন্তব্য কৈলাশের
রবিবার ছিল ‘গণশক্তি’র ৫৪ তম প্রতিষ্ঠা দিবস। সেই উপলক্ষে এদিন কলকাতায় এসেছেন সিপিএম সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি । ‘গণশক্তি’র দফতরে গিয়েছিলেন শুভেচ্ছা জানাতে। সঙ্গে ছিলেন বিমান বসুও। প্রায় একই সময়ে সেখানে শুভেচ্ছা জানাতে যান বর্ষীয়ান কংগ্রেস নেতা প্রদীপ ভট্টাচার্য।সীতারাম ইয়েচুরি এবং বিমান বসুর সঙ্গে প্রাথমিক কুশল বিনিময়ের পর তিনজনের মধ্যে জোট নিয়ে প্রাথমিক আলোচনা হয়েছে বলে খবর। আগামী ফেব্রুয়ারিতে সমাবেশের পরিকল্পনা আগেই ছিল বামেদের তরফে।
আরও পড়ুনঃ বিজেপি করার অপরাধে ছেলেকে মারধর,হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু বাবার
তা কংগ্রেসের সঙ্গে যৌথভাবেই করা হবে বলে স্থির হয়েছে প্রাথমিকভাবে। সম্ভবত ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে যৌথ সমাবেশ করে জোট কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা করবেন বিমান বসু, অধীর চৌধুরীরা। এদিকে, একুশের ভোটে বাম-কংগ্রেসের আসন বণ্টন কীভাবে হবে, তা স্থির করতে সিপিএমের সদর দফতর আলিমুদ্দিন স্ট্রিটের কার্যালয়ে রাজ্য কমিটির বৈঠক শুরু হয়েছে।
দু’দিনের বৈঠকে জেলা থেকে পাওয়া রিপোর্টের ভিত্তিতে ঠিক হবে, কোথায় কোন আসন কংগ্রেসকে ছাড়া হবে আর কোথায় কোথায় সিপিএম লড়বে। জোটে সিলমোহর পাওয়ার পরই জেলা কমিটিগুলোকে এই সংক্রান্ত রিপোর্ট পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছিল আলিমুদ্দিন থেকে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584