করোনা টিকার দ্বিতীয় ডোজ না নিলে এবার পড়তে হতে পারে আইনি ঝামেলায়

0
92

নিজস্ব প্রতিবেদন, নিউজ ফ্রন্টঃ

করোনা টিকা নিয়ে নতুন নির্দেশ রাজ্যের। টিকা নেওয়ার সময় ভুল তথ্য দিলে বা একাধিকবার বলা সত্বেও দ্বিতীয় ডোজ না নিলে এবার পুলিশ গ্রেপ্তার করবে গৃহকর্তাকে এমনকি বিপর্যয় মোকাবিলা আইনের নির্দিষ্ট ধারায় মামলাও করা হবে ধৃতের বিরুদ্ধে।

Covid second dose
প্রতীকী চিত্র

রাজ্যে ফের বাড়ছে করোনা, তাই জেলা প্রশাসনগুলিকে সতর্ক করা হয়েছে সরকারের তরফে। হাওড়া জেলা প্রশাসন এই সতর্কবার্তার পরিপ্রেক্ষিতে হাওড়া জেলা প্রশাসন কিছু নতুন সিদ্ধান্ত নিয়েছে। আজ মঙ্গলবার থেকেই পরিবারভিত্তিক তথ্য সংগ্রহের কাজ শুরু করা হয়েছে। পরিকল্পনা নেওয়া হয়েছে আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীরা বাড়ি গিয়ে ফর্ম দিয়ে আসবেন। পরিবারের সব সদস্যদের করোনা টিকা সংক্রান্ত যাবতীয় তথ্য তাতে দেওয়া থাকবে। তবে টিকা সংক্রান্ত তথ্যে কোন গোলযোগ থাকলে গৃহকর্তাকে গ্রেপ্তার করতে পারে পুলিশ এমনকি ন্যাশনাল ডিজাস্টার ম্যানেজমেন্ট আইনে মামলাও করতে পারে প্রশাসন।

আরও পড়ুনঃ হাওড়া হোম কান্ডে নয়া মোড়, গ্রেপ্তার প্রাক্তন ডেপুটি মেয়র মিনতি অধিকারীর পুত্র সুমিত অধিকারী

হাওড়া পুর এলাকায় এখনও পর্যন্ত কোভিড টিকার প্রথম ডোজ় নিয়েছেন ৯০ শতাংশ মানুষ, কিন্তু দ্বিতীয় ডোজ় সম্পন্ন হয়েছে মাত্র ৪০ শতাংশ মানুষের। জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক নিতাই মণ্ডল জানিয়েছেন, ‘‘রাজ্যের মুখ্যসচিব জেলার সব পঞ্চায়েত প্রতিনিধিকে জানিয়েছেন, যাঁরা দ্বিতীয় ডোজ় নেননি, তাঁদের খুঁজে বার করে প্রতিষেধক দিতে হবে। তারপরেও কেউ নিতে না চাইলে পুলিশকে জানানো হবে।“

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here