গোয়ালতোড়ে রাজনাথের জনসভায় দর্শকের থেকে কেন্দ্রীয় বাহিনীর ভিড় বেশি

0
91

নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুরঃ

মঙ্গলবার পশ্চিম মেদিনীপুর জেলার গোয়ালতোড় হাইস্কুল ময়দানে শালবনি বিধানসভা কেন্দ্রের বিজেপির মনোনীত প্রার্থী রাজীব কুন্ডুর সমর্থনে এক নির্বাচনী জনসভার আয়োজন করা হয়েছিল। ওই জনসভায় বক্তব্য রাখেন দেশের প্রতিরক্ষা দফতরের মন্ত্রী রাজনাথ সিং।

BJP Sabha | newsfront.co
সভামঞ্চ। নিজস্ব চিত্র

ওই সভায় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী দেবশ্রী রায় চৌধুরী, বিজেপি নেতা শুভজিৎ রায়, ধীমান কোলে, প্রদীপ লোধা ও প্রার্থী রাজীব কুণ্ডু। ওই সভায় কেন্দ্রীয় সরকারের প্রতিরক্ষা দফতরের মন্ত্রী রাজনাথ সিং তার ভাষণে বলেন, “খেলা হবে, শান্তির খেলা হবে। বাংলায় দাদাগিরি চলবে না। তৃণমূল কংগ্রেসের মদতে বাংলায় অনুপ্রবেশ চলছে। বিজেপি যা বলে তাই করে দেখায়।”

তিনি তাঁর ভাষণে আরও বলেন যে বাংলায় কোন শিল্প কারখানা নেই। তবে একটি শিল্প কারখানা রয়েছে তা হল বোম শিল্প-কারখানা। বিজেপি বাংলায় ক্ষমতায় এলে বোম শিল্প-কারখানা বাংলা থেকে বন্ধ হবে। আমপানের দুর্নীতির তদন্ত হবে বলেও জানান তিনি। কেন্দ্রীয় সরকারের প্রকল্প গুলি রাজ্য সরকার রূপায়ন করেনি বলে তিনি তৃণমূল কংগ্রেস পরিচালিত রাজ্য সরকারের তীব্র সমালোচনা করেন।

আরও পড়ুনঃ প্রার্থী ঘিরে বিক্ষোভকারীদের সাথে বৈঠক বিজেপি রাজ্য নেতৃত্বের

সেই সঙ্গে তিনি বলেন, কেন্দ্রীয় সরকারের প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পের নাম বাংলা আবাস প্রকল্প বলে চালু করেছে রাজ্য সরকার। কিন্তু ওই প্রকল্পটি রাজ্য সরকারের নয়। ওই প্রকল্পটি কেন্দ্র সরকারের। তিনি আরও বলেন যে, বাংলায় প্রকৃত উন্নয়ন হয়নি। বাংলায় দশ বছর আগে যে পরিবর্তন হয়েছিল,কেবলমাত্র নামেই হয়েছিল। বাংলায় প্রকৃত পরিবর্তন দরকার। বাংলায় বিজেপি ক্ষমতায় আসবে এবং বাংলার উন্নয়নে কাজ করবে। বাংলাকে সোনার বাংলা হিসেবে গড়ে তোলা হবে।

তিনি বলেন, বাংলা জুড়ে যেভাবে তৃণমূল সন্ত্রাস চালাচ্ছে তার যোগ্য জবাব দেওয়ার জন্য বিজেপি তৈরি রয়েছে। তিনি ফাঁকা মাঠে তৃণমূল কংগ্রেসের তীব্র সমালোচনা করেন। তেমনি কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকারের সাফল্য তুলে ধরেন। এদিন হাতেগোনা কিছু মানুষ ওই সভায় এসেছিলেন।

আরও পড়ুনঃ আমরা ক্ষমতায় এলে এই রেল প্রজেক্ট সম্পন্ন করবঃ শুভেন্দু

কিন্তু জনসভায় মানুষের থেকে ভিড় ছিল কেন্দ্রীয় বাহিনী ও পুলিশ কর্মীর। যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছিল। তাই জে পি নাড্ডা ও অমিত শাহের সভার মতো রাজনাথ সিংয়ের সভায় জঙ্গলমহলের মানুষ যায়নি।

সভায় লোক না আসার জন্য তৃণমূল কংগ্রেসকে দায়ী করেছে বিজেপি নেতারা। তৃণমূল কংগ্রেস নাকি বিজেপি কর্মীদের ওই সভায় যেতে দেয়নি। তবে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বিজেপির আনা অভিযোগ অস্বীকার করা হয়েছে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here