নিজস্ব প্রতিবেদন, নিউজ ফ্রন্টঃ
প্রত্যাহার করা হবে না কৃষি আইন তবে আলোচনার মাধ্যমে রফাসুত্র খুঁজতে প্রস্তুত কেন্দ্র। বৃহস্পতিবার কৃষকদের প্রতি এমনই বার্তা দিলেন কেন্দ্রীয় কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং তোমর।
যদিও ইতিপূর্বেই এবিষয়ে আন্দোলনরত কৃষকদের সঙ্গে একাধিক বৈঠক হয়েছে কেন্দ্রের। কিন্তু দু পক্ষই নিজেদের অবস্থানে অনড় , আন্দোলনরত কৃষকরা সাফ জানিয়ে দিয়েছেন, তাঁদের দাবি মেনে কেন্দ্রকে নয়া তিনটি কৃষি আইন বাতিল করতে হবে তবেই আন্দোলন প্রত্যাহার করবেন তাঁরা। কেন্দ্র আরও একবার স্পষ্ট করে দিল, আইন বাতিলের প্রশ্নই উঠছে না।
আরও পড়ুনঃ মুখরক্ষা করতে পারেননি সরকারের, তাই কি মন্ত্রীসভায় জাভড়েকরের শেষ রক্ষা হল না!
মোদী মন্ত্রীসভার রদবদলের পর বৃহস্পতিবার সন্ধ্যায় প্রথম ক্যাবিনেট বৈঠকে কৃষকদের জন্য বরাদ্দ করা হয়েছে ১ লক্ষ কোটি টাকার তহবিল। এই প্রেক্ষিতে এদিন কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং তোমর আরও একবার আন্দলরত কৃষকদের কাছে আবেদন করলেন দ্রুত আন্দোলন প্রত্যাহার করে আলোচনায় বসুন তাঁরা, কৃষকদের সমস্যা সমাধানে আলোচনায় প্রস্তুত কেন্দ্রীয় সরকার।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584