রায়গঞ্জে সাধারণ গ্রন্থাগার দিবস উদযাপন

0
107

তপন চক্রবর্তী,উত্তর দিনাজপুরঃ

উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ রবীন্দ্রভবনে শুক্রবার সাধারণ গ্রন্থগার দিবস উদযাপন করা হয়।অনুষ্ঠান প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে উদ্বোধন করেন রায়গঞ্জ পৌরসভার চেয়ারম্যান সন্দীপ বিশ্বাস।উপস্থিত ছিলেন উত্তর দিনাজপুর জেলার জেলা শাসক অরবিন্দ কুমার মিনা,রাষ্ট্রপতি পুরস্কারপ্রাপ্ত প্রধান শিক্ষক শুভেন্দু মুখার্জি,জেলা গ্রন্থাগারিক মনোঞ্জয় রায়,জেলা বিদ্যালয় পরিদর্শক অরবিন্দ মন্ডল,জেলা বিদ্যালয় পরিদর্শক প্রাথমিক,বিভিন্ন অধিকারিকবৃন্দ।

নিজস্ব চিত্র

উত্তর দিনাজপুর জেলার ৫৫টি গ্রন্থাগারের গ্রন্থাগারিকগন এই অনুষ্ঠানে উপস্থিত হন।রায়গঞ্জ পৌরসভার চেয়ারম্যান সন্দীপ বিশ্বাস বলেন বই পড়ার পুরানো অভ্যাসকে আমাদের ফিরিয়ে আনার চেষ্টা সবাই মিলে করলে কিছুটা হলেও তার সুফল পাওয়া যেতে পারে বলে তার বিশ্বাস।জেলা শাসক অরবিন্দ কুমার মিনা বলেন বই হচ্ছে শিক্ষার ভান্ডার।বই পড়ার অভ্যাস সবার বাড়ি থেকেই আবার শুরু করতে হবে।করোনেশন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শুভেন্দু মুখার্জী বলেন আমাদের সবার উচিৎ আবার আগের মত গ্রন্থাগারে গিয়ে বই নিয়ে এসে পড়ার অভ্যাস করতে হবে।এর জন্য প্রয়োজন মাঝেমধ্যেই আলোচনা সভা।

আরও পড়ুনঃ মাদারিহাট টোটোপাড়া যোগাযোগ বিচ্ছিন্ন

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here