বাড়িতে মদ রাখতে গেলেও লাগবে লাইসেন্স- উত্তরপ্রদেশে নয়া আইন জারি

0
74

নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ

উত্তরপ্রদেশ সরকারের নয়া নির্দেশে মাথায় হাত পড়ার জোগাড় সে রাজ্যের সুরাপায়ীদের। নির্ধারিত পরিমান মদ বাড়িতে রাখতে গেলে এখন থেকে নিতে হবে লাইসেন্স। লাইসেন্সের বাৎসরিক মূল্য ১২ হাজার টাকা। এই লাইসেন্স দেবে আবগারি দপ্তর। এই নতুন নীতি অনুযায়ী ৬ লিটার মদ দোকান থেকে কেনা যাবে বা বাড়িতে রাখা যাবে।

wine | newsfront.co
প্রতীকী চিত্র

না, শুধু ১২ হাজার টাকার লাইসেন্স ফি দিলেই শেষ নয়, ডিপোজিট রাখতে হবে ৫১ হাজার টাকাও তবেই মিলবে মদ্যপানের অনুমতি। এই ৬ লিটার পরিমাণটি কিন্তু একটি বাড়ির জন্যে নির্দিষ্ট, সে বাড়িতে মদ্যপায়ী সদস্য সংখ্যা যাইই হোক না কেন তা এক্ষেত্রে বিচার্য নয়।

২০২১-২০২২ অর্থবর্ষে আবগারি রাজস্বের লক্ষ্যমাত্রা গত অর্থবর্ষ অর্থাৎ ২০২০-২০২১ এর তুলনায় ৬ হাজার কোটি টাকা বাড়ানো হয়েছে। ২০২০-২১ অর্থবর্ষে এই লক্ষ্যমাত্রা ছিল ২৮,৩০০ কোটি টাকা, চলতি অর্থবর্ষে তা বেড়ে দাঁড়িয়েছে ৩৪,৫০০ কোটি টাকায়।

আরও পড়ুনঃ মাটিগাড়ায় আগ্নেয়াস্ত্র উদ্ধার, ধৃত ২

তবে, বিয়ার বিক্রির দোকানের লাইসেন্স ফি অপরিবর্তিত রাখা হয়েছে, জানিয়েছেন আবগারি দপ্তরের অতিরিক্ত মুখ্য সচিব সঞ্জয়. আর. ভুসরেড্ডি একথা জানিয়েছেন। তিনি আরও বলেন রাজ্যে তৈরি হওয়া মদ এবং রাজ্যে তৈরি হওয়া ফলজাত মদের উৎপাদন বাড়ানোর লক্ষ্যে এই ক্ষেত্রগুলিতে আগামী ৫ বছর ট্যাক্স ছাড় দিচ্ছে সরকার।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here