ওয়েবডেস্ক, নিউজফ্রন্টঃ
এবার পশ্চিমবঙ্গে চালু হলো গণপিটুনি বিরোধী আইন । সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে মনিপুর ও রাজস্থানের পরে এরাজ্যে গণপিটুনির ঘটনায় কেউ নিহত হলে দোষী ব্যক্তির যাবজ্জীবন কারাবাস এবং ৩ লক্ষ টাকা পর্যন্ত জরিমানা ধার্য করা হয়েছে ।
একই ক্ষেত্রে গণপিটুনির ঘটনায় কেউ যদি আহত হন তাহলে সেক্ষেত্রে তিন বছরের কারাদন্ড এক লক্ষ টাকা পর্যন্ত জরিমানা বা শুধু ৩ বছরের কারাদণ্ড বা এক লক্ষ টাকা জরিমানা হতে পারে ।
আরও পড়ুনঃ সাত দিন ধরে নিখোঁজ মহিলা, দুঃশ্চিন্তায় পরিবার
সম্প্রতি দেশজুড়ে বিভিন্ন রাজ্যে রাজনৈতিক চাপানউতোর এর জেরে গণপিটুনির গণপ্রহার এ প্রাণ হারিয়েছে বহু সংখ্যক মানুষ । উল্লেখ্য এরমধ্যে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের মৃত্যুর হার বেশি । এবার সেই মর্মে আইন করে দেশের শীর্ষ আদালত মনিপুর ও রাজস্থানের পরে পশ্চিমবঙ্গকেও গণপ্রহার ঘটনায় আইনি পদক্ষেপ নেওয়ার বৈধতা দিল ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584