ধর্ষণ মামলায় আশারাম পুত্র নারায়ণের যাবজ্জীবন

0
98

ওয়েবডেস্ক,নিউজফ্রন্টঃ

Life long imprisonment of narayan
ছবিঃ টুইটার

ধর্ষণের সাজা হিসেবে আশারাম বাপুর ছেলে নারায়ণ সাঁইকে যাবজ্জীবন কারাদণ্ডের সাজা ঘোষণা করল সুরাট আদালত। যাবজ্জীবন কারাদণ্ডের পাশাপাশি একলক্ষ টাকা জরিমানাও করা হয়েছে ।

নারায়ণ সাঁইকে ভারতীয় দণ্ডবিধির ৩৭৬ (ধর্ষণ), ৩৭৭ (অস্বাভাবিক অপরাধ), ৩২৩ (আক্রমণ), ৫০৬-২ (ফৌজদারি ভীতি) এবং ১২০-বি(ষড়যন্ত্র)-এর অধীনে দোষী সাব্যস্ত করা হয়েছে।

নারায়ণ সাঁইয়ের সাথে অভিযুক্ত বাকি চারজন অপরাধীর প্রত্যেকের ১০ বছরের সাজা ও ৫ হাজার টাকা করে জরিমানা ধার্য করেছে সুরাট আদালত ।

Life long imprisonment of narayan
ছবিঃ এএনআই

উল্লেখ্য,গত শুক্রবার সুরাট আদালত কর্তৃক ধর্ষণ মামলায় দোষী সাব্যস্ত হয়েছিলেন আশারাম বাপুর ছেলে নারায়ণ সাঁই।সুরাট আদালতের বিচারপতি পি এস গাধভি জানিয়েছিলেন ৩০ শে এপ্রিল নারায়ণ সাঁইয়ের সাজা ঘোষণা করা হবে।

উল্লেখ্য,আশারাম বাপুর পুত্র নারায়ন সাঁইয়ের বিরুদ্ধে অভিযোগ ছিল ২০০২ থেকে ২০০৫ সালের মধ্যে তিনি ধর্ষণ,অস্বাভাবিক যৌনতা, ষড়যন্ত্রমূলক অপরাধ, মারণাস্ত্র সঙ্গে রেখে দাঙ্গা লাগানোর চেষ্টা করে ছিলেন তিনি।তাই ভারতীয় দণ্ডবিধি অনুযায়ী তার বিরুদ্ধে একাধিক ধারায় মামলা রুজু করা হয়।একজন ধর্ষিতা তার বিরুদ্ধে অভিযোগ তোলেন আশারাম বাপুর আশ্রমে থাকাকালীন তাঁর পুত্র নারায়ণ সাঁই ওই মহিলাকে একাধিকবার ধর্ষণ করেছেন ।

নারায়ণ সাঁই সহ দশ জনের বিরুদ্ধে ধর্ষণের দায়ে মামলা শুরু হয়।ধর্ষণে অভিযুক্ত এই দশ জনের মধ্যে পাঁচ জনের বিরুদ্ধে উপযুক্ত তথ্য প্রমাণের ভিত্তিতে দোষী সাব্যস্ত করেছে সুরাট আদালত।এই পাঁচজন হলেন ধর্মিষ্ঠা মিশ্র,ভাবিকা পাটেল,কুশল ঠাকুর, এবং রমেশ মালহোত্রা ও নারায়ণ সাঁই।নারায়ণ সাঁই ছাড়া বাকি চারজন জামিনে আপাতত মুক্ত।

আরও পড়ুনঃ চার বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার দোকানদার

উল্লেখ্য,এর আগে বিতর্কিতভাবে বেশ কয়েকবার ধর্ষণ মামলায় আশারাম বাপুর নাম উঠে আসে।নারায়ণ সাঁই যে ধর্ষিতার অভিযোগের ভিত্তিতে সাজাপ্রাপ্ত সেই ধর্ষিতার দিদি অভিযোগ তোলে হাজার ১৯৯৭ থেকে ২০০৬ সাল পর্যন্ত আমেদাবাদের আশ্রমে থাকাকালীন আশারাম বাপু তার ওপর একাধিকবার যৌন হেনস্থা করেছে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here