নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ
এবার শুক্রেও মিলল প্রাণের সন্ধান। গতকাল, সোমবার এমনটাই ইঙ্গিত দিলেন বিজ্ঞানীরা। জানা গিয়েছে, শুক্রে ফসকিন গ্যাসের সন্ধান পেয়েছেন বিজ্ঞানীরা। আর তা থেকেই তাঁদের দাবি, পৃথিবীর সবচেয়ে কাছের গ্রহ শুক্রে প্রাণ থাকার সম্ভাবনা রয়েছে।
সম্প্রতি হাওয়াই দ্বীপপুঞ্জ এবং চিলির অ্যাটাকামা মরুভূমি থেকে শক্তিশালী টেলিস্কোপ ব্যবহার করে শুক্রের দিকে নজর রাখা হয়েছিল। এরপর খতিয়ে দেখা হয় শুক্রের আপার ক্লাউড ডেক। তখনই জানা যায়, শুক্রে মজুত রয়েছে ফসফিন। এই দাহ্য গ্যাস পৃথিবীতে জৈব জীবনের অনুকূল পরিস্থিতি তৈরি করে।
যদিও শুক্রের চারিদিকে জমে থাকা মেঘে যে অ্যাসিড রয়েছে, তা ফসফিনকে ধ্বংস করতে সক্ষম। ফলে প্রাণ যে আছেই তাও নিশ্চিত করে দাবি করতে পারছেন না বিজ্ঞানীরা।
আরও পড়ুনঃ মাছি মারতে গিয়ে বিস্ফোরণ! পুড়ল বাড়ি
কেউ কেউ বলছেন, ফসফসরাসের উপস্থিতি মানেই প্রাণ রয়েছে এমনটা নয়। কারণ প্রাণ সঞ্চারের প্রয়োজনীয় অনেক উপাদনেরই অভাব থাকতে পারে শুক্র। আবার কোনও কোনও বিজ্ঞানীর দাবি, পৃথিবীর বাইরেও যে প্রাণ থাকতে পারে, এবার মিলল তার সবচেয়ে আকর্ষণীয় প্রমাণ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584