সিমা পুরকাইত,দক্ষিন ২৪ পরগনাঃ
যাতায়াত নিয়ে সমস্যা দীর্ঘদিনের।একাধিকবার অভিযোগ করার পরও মিলল না কংক্রিটের পোল।সংস্করন হল না কাঠের পরিতক্ত ঐতিহ্যবাহি পোলটি।আজও প্রত্যাশা প্রতিশ্রুতি নিয়ে বড়খান্দালিয়া কাঠের পোলের যাতায়াতের সুব্যস্থার দাবি করেছেন সুন্দরবন লাগোয়া ডায়মন্ড হারবার ১ ও ডায়মন্ড হারবার ২ ব্লকের মানুষ।
একদিকে ডায়মন্ড হারবার ১ নম্বর ব্লকের পারুলগ্রাম পঞ্চায়েত,অন্যদিকে ডায়মন্ড হারবার দু’নম্বর ব্লকের মাথুর গ্রামপঞ্চায়েত।এর মধ্যে রয়েছে হুগলি নদীর খোলাখালি শ্রুতি খালের বড় খান্দালিয়া ভগ্নাবশেষ কাঠের পোল।পোলটির দীর্ঘতা ২৩ মিটার।পোলটির উপর দিয়ে চলে ১৫ থেকে ১৬ টি গ্রামের মানুষ।প্রতিদিন যাতায়াত দশ থেকে বারো হাজার মানুষের।
কেউ বাইক স্কুটি নিয়ে কেউবা সাইকেল কেউ আবার পায়ে হেঁটে পারাপার করে পোলের উপর দিয়ে। জীবনের ঝুঁকি নিয়ে যাতায়াতে বিমুখ হয়েছে সাধারন মানুষ।একটা সময় রায়চক থেকে ডায়মন্ড হারবার সঙ্গে কপাটহাট যাওয়ার সহজ মাধ্যম গড়ে তুলেছিল খান্দালিয়া কাঠের পোলটি ।সংস্কারের অভাবে আজ মুখ থুবরে পরেছে গ্রামের শেষ যোগাযোগ মাধ্যম।
আরও পড়ুনঃ বন্ধ হয়ে গেল ডায়মন্ড হারবারের ঐতিহাসিক লালপোল সেতু
পনেরটি গ্রামের মানুষদের রায়চক হক কিংবা ডায়মন্ড হারবার গন্তব্য পৌছাতে গেলে ২৫ থেকে ৩০ কিলোমিটার অটো গাড়িতে করে পৌছাতে হয় । ফলে একদিকে যাতায়াতে ব্যায়বহুল। অন্যদিকে অধিক সময় নষ্ট করে যেতে হচ্ছে বাসিন্দাদের । অন্তসত্তা মহিলা হোক কিংবা মুমূর্ষু রুগী কপালে চিন্তার ভাঁজ পরে পোলের উপর দিয়ে যাওয়ার সময়।
দু’বছর ধরে পরে রয়েছে কাঠের হাড় বের করা ভগ্নাবশেষ খান্দালিয়া পোল।কোথাও আবার জঙে ধরা পিলার।জীবনের ঝুঁকি নিয়ে তবু পার হচ্ছেন আট থেকে আশি সবাই । পোলের কারনে খান্দালিয়া ব্রাস ব্যবসায়ী সঙ্কট দেখা দিয়েছে।স্কুল কলেজ পড়ুয়াদের আতঙ্ক তৈরী হয়েছে এই পোল।যোগাযোগের কথা মাথায় রেখে সংস্কার নয় , কংক্রিটের পোল দাবি করেছেন অনেকের।বিষয়টি নিয়ে একাধিকবার দারস্ত হয়েছেন গ্রাম সভার সদস্য মিনতি গুড়ে।
ডায়মন্ড হারবার ইরিগেসান এসডিও থেকে পঞ্চায়েত প্রধান সবার কাছে দারস্থ হয়েছেন তিনি।কিন্তু আজও পোল নির্মানের কোনো কথা হলো না। স্বাধীনতার পর খান্দালিয়া গ্রামে উন্নয়ন দেখা না গেলেও পরিবর্তনের পর মিলেছে রাস্তা ঘাট, পানীয় জল,বিদ্যুৎ।
কিন্তু সংস্করন হয় নি কাঠের ভগ্নাবশেষ পোলটি । পোলটি নিয়ে রাজনৈতিক তরজা জরিয়েছেন বলে দাবি কংগ্রেস নেতা দীলিপ মন্ডলের।গ্রামবাসিদের কথা মাথায় রেখে পোল গড়ার ডাকদেন সদস্যা মিনতি দেবী। দুই ব্লকের মানুষদের যাতায়াত সুব্যবস্থা গড়তে আদৌও কি মরা পোল জীবন পাবে! সেই আশা নিয়ে রয়েছে এলাকাবাসী।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584