বাতিহীন পথ ঢেকেছে ভয়ের অন্ধকারে,প্রশাসন নির্বিকার

0
136

সুদীপ পাল,বর্ধমানঃ

পথ আছে কিন্তু পথবাতি নেই। ফলে দিনের পথ রাতের অন্ধকারে চলতে গেলে দুর্বিষহ হয়ে ওঠে। অভিযোগ, দীর্ঘদিন ধরে দাবি জানিয়ে আসা সত্ত্বেও গ্রামের গুরুত্বপূর্ণ রাস্তায় পথবাতির ব্যবস্থা করেনি পঞ্চায়েত। সব দেখেও প্রশাসন কিংবা পঞ্চায়েতের তরফে কোনও হেলদোল না থাকায় ক্ষোভ বাড়ছে আউসগ্রাম ২ কলাইঝুঁটি গ্রাম পঞ্চায়েত এলাকায়। স্থানীয় বাসিন্দা থেকে ব্যবসায়ী, অনেকেই নিজেদের মতো করে পথবাতির ব্যবস্থা করেছেন।

বাতিহীন সেই গ্রাম্য পথ।ছবিঃপ্রতিবেদক

কলাইঝুঁটি গ্রামে প্রবেশ করতে গেলে দুটি মোরামের রাস্তার উপর নির্ভর করতে হয়। একটি রাস্তা আনন্দ বাজার হয়ে যায় অন্যটি অভিরামপুরের ক্যানাল পুল হয়ে। কিন্তু দুটি রাস্তাতেই ব্যবস্থা নেই কোন পথবাতির। ফলত সন্ধ্যের পর পথচলতে বিপাকে পড়ছে এলাকাবাসী থেকে পড়ুয়া সবাই। নাম প্রকাশে অনিচ্ছুক এক বিদ্যালয় ছাত্রী বলেন, স্কুল শেষের পর প্রাইভেটটিউশন পড়ে বাড়ি আসতে সন্ধ্যে হয়ে যায়। রাস্তা এত অন্ধকার থাকে যেতে ভয় লাগে। স্থানীয় বাসিন্দারা বলেন, যেকোন কাজে বাজারে যেতে হলে এই পথ দুটির উপর নির্ভর করতে হয়।

বাতিহীন সেই গ্রাম্য পথ।ছবিঃপ্রতিবেদক

কারন কলাইঝুঁটি গ্রাম অভিরামপুর ও আনন্দ বাজারের দোকানের উপর নির্ভরশীল। বিকালবেলায় বেরোলে হাতে টর্চ নিয়ে বেরোতে হয়। স্থানীয় পঞ্চায়েতের সাথে যোগাযোগ করা হলে বিষয়টি দেখা হবে বলে জানানো হয়। আশ্বাস তো মিলল, আঁধার শেষে আলোর দেখা মেলে কবে সেই অপেক্ষায় এলাকাবাসী।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here