কবির হোসেন, স্পোর্টস ডেস্কঃ
ফ্রেঞ্চ লিগ ওয়ানের লিওনের বিরুদ্ধে ম্যাচে চোট পেয়ে মাঠ ছাড়েন আর্জেন্টিনার সুপার স্টার লিওনেল মেসি।রবিবার লিওনের বিরুদ্ধে ম্যাচে তার দল ২-১ গোলে ম্যাচে জয়ী হলেও চোট পেয়ে মাঠ ছাড়েন মেসি।
মঙ্গলবার ৩৫ বছর বয়সী আর্জেন্টিনার সুপারস্টার লিওনেল মেসি বা পায়ের এমআরআই করার পর বাঁ পায়ের হাঁটুতে চোটের কথা জানানো হয়। যদিও পিএসজি মেডিকেল টিম আগামী ৪৮ ঘন্টা লিওনেল মেসিকে পর্যবেক্ষণ রাখবেন। এই পরিপ্রেক্ষিতে আগামী বুধবার ফ্রেঞ্চ লীগে মেটজের বিরুদ্ধে মাঠে পাওয়া যাবে না আর্জেন্টিনার সুপারস্টার লিওনেল মেসিকে।
আরও পড়ুনঃ আইপিএলের ২০০ ম্যাচ অধিনায়ক কোহলির
উল্লেখ্য, এই বছরই সুপারস্টার ফুটবলার লিওনেল মেসি বার্সেলোনা ছেড়ে পিএসজি যোগদান করেন। ব্যালন ডি’অর জয়ী ফুটবলার প্যারিস সেন্ট জার্মেন নেইমারের সতীর্থ হিসাবে যোগদান করলেও সেরকম ফর্মে নেই। তার উপর এই বাঁ পায়ে চোটের জন্য কয়েকদিন মাঠের বাইরে থাকতে হবে। আগামী বুধবার ফ্রেঞ্চ লিগ ওয়ান তালিকায় সবচেয়ে নিচের দল মেটজের বিরুদ্ধে খেলবেন না। এমনই জানা গেছে পিএসসি পক্ষ হইতে। ফ্রেঞ্চ লীগে ছটি ম্যাচ খেলে আবার তালিকায় শীর্ষে রয়েছে পিএসজি। কিন্তু মেসির চোট উয়েফা চাম্পিয়নস লীগে দলকে চিন্তায় রাখবে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584