রোনাল্ডোহীন জুভেকে হারাল মেসিরা

0
63

নিজস্ব সংবাদদাতা, স্পোর্টস ডেস্কঃ

জুভেন্তাসের যদি রোনাল্ডো না থাকা চাপ হয় তাহলে ম্যাচের চব্বিশ ঘন্টার কম সময়ে জোসেপ মারিয়া বার্তোমিউ বার্সা সভাপতির পদ ছাড়ায় একটা চাপ তৈরি হয়েছিল কিন্তু সেই চাপ ভালো ভাবেই কাটালো লিওলেন মেসিরা।

barcelona | newsfront.co

জুভেন্তাসের বিপক্ষে বার্সেলোনা জিতল ২-০ ব্যবধানে। তবে একাধিক গোলের সুযোগ নষ্ট না করলে আরও বেশি ব্যবধানে জিততে পারত মেসির দল। ১৪ মিনিটে ডেম্বেলের গোলে এগিয়ে গিয়েছিল বার্সা প্রথমার্ধে আরও একাধিক সুযোগ ফসকে গেল আলভারো মোরাতার তিনটি ম্যাচের ৫৫ মিনিটে যে গোলটি ভিএআর বাতিল করে দেয়, সেটি দেখে আক্ষেপ বাড়তেই পারে মোরাতার।

আরও পড়ুনঃ স্টোকসকে স্যামুয়েলসের অশ্লীল মন্তব্যে বর্ণ বিদ্বেষ বিতর্ক

ম্যাচের একদম শেষ সময়ে পেনাল্টি পেয়ে গোল করেন মেসি। ম্যাচ জিতে বার্সা কোচ কোমান জানান, ‘আমরা মরসুমের সেরা ফুটবলটা খেললাম, ইউরোপের একটা বড় দলের বিরুদ্ধে এই পারফরমেন্স ভাবা যায় না এটা ধরে রাখতে চাই।‘ এই জয়ের ফলে গ্রুপ জির শীর্ষে উঠল বার্সা। পরের ম্যাচে দুই দল ডিসেম্বর মাসে মুখোমুখি হবে রোনাল্ডো তখন করোনা নেগেটিভ হলে তার নামার সম্ভবনা প্রবল।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here