নিজস্ব সংবাদদাতা, স্পোর্টস ডেস্কঃ
তিনি ক্লাবকে জেতান দেশকে নয় এই খোটা বহুবার শুনতে হয়েছে লিও লেন মেসিকে। তবে এবার ক্লাবের ক্ষেত্রেও একই জিনিস হল। সর্বোচ্চ গোলদাতা হয়েও বার্সেলোনাকে লা লিগা জেতাতে পারলেন না। তাই গোল্ডেন বুট পেয়েও খুশি নন এল এম টেন। আগেই টিম ম্যানেজমেন্টের অপর ক্ষোভ প্রকাশ করেছেন।
এবার মেসি বলেন,’ব্যক্তিগত ট্রফি মূল্যহীন। সাতবার সর্বাধিক গোলদাতা হওয়া গুরুত্বপূর্ণ কীর্তি ঠিকই। কিন্তু এর সঙ্গে লা লিগা খেতাব জিততে পারলে ভাললাগত। যেভাবে দল এই ম্যাচ খেলেছে, তা চ্যাম্পিয়ন্স লিগের আগে ইতিবাচক রাখছে আমাদের। ‘
আরও পড়ুনঃ সিটিকে ছিটকে ফাইনালে ওঠার রেকর্ড আর্সেনালের
প্রসঙ্গত সপ্তমবার লা লিগায় গোল্ডেন বুট জিতলেন লিয়োনেল মেসি। টপকে গেলেন অ্যাথলেটিক বিলবাওয়ের তেলমো জারার রেকর্ড। তেলমো জারা এই খেতাব জিতেছিলেন ছয়বার। গত মরসুমে সেই রেকর্ড স্পর্শ করেছিলেন মেসি। এই মরসুমে গড়লেন নয়া রেকর্ড।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584