দীর্ঘ ১৯ বছরের সম্পর্কে বিচ্ছেদ, বার্সেলোনা ছাড়লেন লিওনেল মেসি

0
352

নিজস্ব সংবাদদাতা, স্পোর্টস ডেস্কঃ

দীর্ঘ ১৯ বছরের সম্পর্কে এবার বিচ্ছেদ। বার্সেলোনা থেকে বিদায় নিলেন লিওনেল মেসি। কাতালান ক্লাব বিবৃতি দিয়ে জানিয়ে দিল একথা।

Lionel Messi
ছবি: সংগৃহীত

মেসির দলবদলের খবরে বিনা মেঘে বজ্রপাত ফুটবল দুনিয়ায়। কারণ কয়েকদিন আগেই জানা গিয়েছিল আগামী পাঁচ বছর বার্সেলোনার হয়েই খেলবেন মেসি, চুক্তি সই হওয়ার কথা ছিল এদিন।

সব ঠিক ছিল, বিপত্তি বাধলো চুক্তি সই হওয়ার সময়। লা লিগার নিয়ম অনুযায়ী আর্থিক বাধ্যবাধকতার ফলে তৈরি হয় জট। এরপরেই কার্যত উল্টোদিকে হাঁটতে বাধ্য হন সদ্য কোপা আমেরিকা জিতে আর্জেন্টিনার আন্তর্জাতিক ট্রফির মেঘ কাটানো লিওনেল মেসি।

আরও পড়ুনঃ ট্রেন্টব্রিজ টেস্টে বৃষ্টি বিঘ্নিত দ্বিতীয় দিনের শেষে ভারত ৪ উইকেটে ১২৫

বার্সেলোনার পক্ষ থেকে বিজ্ঞপ্তি দিয়ে জানানো হল, ‘লিওনেল মেসি আর বার্সেলোনা ক্লাবে থাকছেন না। শেষপর্যন্ত ক্লাব ও মেসির ইচ্ছামতো চুক্তি সই সম্ভব না হওয়ায় দুই পক্ষই ব্যথিত। ক্লাবের জন্য লিওনেল মেসির অবদান বার্সেলোনার ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। মেসির ব্যক্তিগত ও পেশাদারি ভবিষ্যত জীবনের জন্য ক্লাবের পক্ষ থেকে শুভেচ্ছা।’

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here