নিজস্ব সংবাদদাতা, স্পোর্টস ডেস্কঃ
লিওলেন মেসির অন্য দলে যাওয়া কঠিন হয়ে গেল। কারণ কোনো দল মেসিকে নিতে চাইলে সেক্ষেত্রে ট্রান্সফার ফি দিতে হবে ৭০০ মিলিয়ন ইউরো। জানিয়ে দিল লা লিগা।
মেসি বার্সা ছাড়ার ইচ্ছে প্রকাশ করায় তাঁর সঙ্গে ক্লাবের আইনি লড়াই শুরু হয়। যেহেতু সময়ের এক বছর আগে ক্লাব ছাড়তে চাইছেন মেসি তাই চুক্তি মোতাবেক ৭০০ মিলিয়ন ইউরো রিলিজ ফি চায় বার্সেলোনা।
তবে মেসি দাবি করে যে চুক্তির শর্তানুযায়ী মেসিকে দলে নিলে কোনও ক্লাবকে ট্রান্সফার ফি দিতে হবে না। অথচ বার্সেলোনা বলে সেই সময়সীমা গত জুনেই পার হয়ে গিয়েছে। তবুও লিগ্যাল টিম অতিমারির কারণে মরসুমের সঙ্গে সেই চুক্তির মেয়াদও দীর্ঘ হয়েছে বলে জানায়। ফলে ২০০ মিলিয়ন ইউরো দিলেই কাজ হয়ে যেত।
আরও পড়ুনঃ টাকার জন্য ঠিক ফেরত আসবে রায়না আশা শ্রীনির
স্প্যানিশ ফুটবলের গভর্নিং বডির কাছে ব্যাপারটা যায়। লা লিগা জানায় বার্সেলোনার সঙ্গে ২০২১ অবধি মেসির যে চুক্তি সেটা এখনও বৈধ। অর্থাৎ, মেসিকে দলে নিতে গেলে এখন অন্য ক্লাবকে ৭০০ মিলিয়ন ইউরো ট্রান্সফার ফি দিতেই হবে।
যদি বার্সা ট্রান্সফার ফি না নিয়ে ছাড়তে চায় তাতেও অসুবিধা। কারণ, লা লিগা বিবৃতি জানিয়ে দেয় রিলিজ ক্লজ ছাড়া কাউকে অন্য ক্লাবে খেলার অনুমতি দেওয়া যাবে না।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584