নিজস্ব সংবাদদাতা, কলকাতাঃ
করোনা আবহে বিক্রি ও রাজস্ব আদায়ে ভাটার টান। তার জেরেই বর্তমান আবগারি শুল্ক কাঠামোর পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে রাজ্য। ফলে মদের দাম কমার সম্ভাবনা তৈরি হয়েছে। আগামী সেপ্টেম্বর মাসের শুরুতেই নতুন শুল্ক কাঠামো কার্যকর হবে বলে আবগারি দপ্তর সূত্রে খবর।
প্রসঙ্গত, করোনা মোকাবিলায় দেশজুড়ে জারি ছিল লকডউন। যার জেরে স্কুল, কলেজ, অফিস থেকে শুরু করে শপিং মল, রেস্তরাঁ, মদের দোকান বন্ধ ছিল। এরপর গত পয়লা জুন থেকে শুরু হওয়া আনলক পর্বে খুলতে শুরু করে মদের দোকান। সেই সময় সুরায় আবগারি শুল্ক ৩০ শতাংশ বৃদ্ধি করে রাজ্য সরকার।
আরও পড়ুনঃ ট্রেড লাইসেন্স এবার মিলবে অনলাইনেই! করোনা পরিস্থিতিতে ঘোষণা পুরসভার
দপ্তর সূত্রে খবর, প্রথমদিকে বিক্রির বহরে রাজ্য কোষাগার ভরতে শুরু করেছিল। কিন্তু শীঘ্রই বর্ধিত দামের কারণে সঙ্গতিহীন সুরাপ্রেমীরা তা থেকে মুখ ফেরাতে শুরু করেন। বিক্রি এবং রাজস্ব আদায় কমে যাওয়ার জেরেই আবগারি শুল্ক কাঠামো পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আরও পড়ুনঃ সেপ্টেম্বরে ফের মিলতে পারে বার-রেস্তোরাঁয় মদ বিক্রির অনুমতি, আশায় মালিকরা
আবগারি দপ্তরের এক শীর্ষ আধিকারিক বৃহস্পতিবার রাতে জানিয়েছেন, মদের নতুন দাম নির্ধারণ করা হবে। সেই কারণে আগামী ১ সেপ্টেম্বর থেকে ১০ সেপ্টেম্বর পর্যন্ত লাইসেন্স হোল্ডারদের ওয়েস্ট বেঙ্গল বেভারেজ কর্পোরেশন থেকে মদ তুলতে এবং টাকা জমা দিতে নিষেধ করা হয়েছে।
সূত্র মারফত আরও জানা যায় যে, বর্ধিত আবগারি শুল্ক অনেকটা কমানো হবে নাকি পুরোটাই প্রত্যাহার করা হবে, তা নিয়ে আলোচনা চলছে। আগামী ১০ সেপ্টেম্বরের মধ্যে তা চূড়ান্ত হতে চলেছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584