লেখক শিল্পী সংঘের উদ্যোগে মালদায় সাহিত্য বাসর

0
178

 

নিজস্ব প্রতিনিধি, নিউজ ফ্রন্ট,মালদা:

জমজমাট সাহিত্য বাসর রবিবার মালদা শহরে। পশ্চিমবঙ্গ গণতান্ত্রিক লেখক শিল্পী সংঘের মালদা জেলা কমিটির উদ্যোগে এই সাহিত্য বাসরের আয়োজন করা হয়।শহরের উইমেন্স কলেজের পাশে বিবেকানন্দ ক্রীড়া চক্রের বিপরীতে বিশিষ্ট শিক্ষক বিনয় দাসের বাসভবনে এই সাহিত্য বাসর অনুষ্ঠিত হয়।

আবৃত্তি করছেন রজত বন্দ্যোপাধ্যায়।

এই অনুষ্ঠানে গান,কবিতা আবৃত্তি,ছড়া এবং সাহিত্যের নানা বিষয়ে আলোকপাত করা হয়।মালদার পটভূমিতে রচিত ‘তৃতীয় রিপু’ উপন্যাসের হৃদয়গ্রাহী পর্যালোচনা করেন অধ্যাপিকা বাণী মিশ্র।

পর্যালোচনায় অধ্যাপিকা বাণী মিশ্র।

ছড়া পরিবেশন করেন স্বপ্না রায় মহাশয়া।কবিতা আবৃত্তি করেন সংঘের রাজ্য যুগ্ম সম্পাদক বাচিক শিল্পী রজত বন্দ্যোপাধ্যায়,সংঘের জেলা সভাপতি অধ্যাপক ড.পুষ্পজিৎ রায়,কার্তিক সাহা,শান্তনু পাল,মহীতোষ দাস, অভ্রজিৎ গুপ্ত প্রমুখ।

স্বরচিত কবিতা পাঠ করছেন উমার ফারুক।

স্বরচিত কবিতা পাঠ করেন টি. এম. ভাগলপুর বিশ্ব বিদ্যালয়ের গবেষক হজরত উমার ফারুক, শিবেন্দুশেখর মিশ্র প্রমুখ।সোহিনী অধিকারী,সুমিতা চক্রবর্তী,শুভেচ্ছা গাঙ্গুলীর সুললিত কণ্ঠের গান সকলকে মুগ্ধ করে।সমগ্র অনুষ্ঠান সুচারুভাবে সঞ্চালনা করেন সংঘের জেলা যুগ্ম সম্পাদক অধ্যাপক গজেন কুমার বাড়ই।

ড: পুষ্পেজিৎ রায়।

প্রসঙ্গত উল্লেখ্য সংঘের জেলা কমিটির বর্ধিত সভা রবিবার বেলা এগারোটায় রামকৃষ্ণ পল্লির সবুজ অবুজ শিশু অঙ্গনে অনুষ্ঠিত হয়।সভায় সংঘের রাজ্য নেতৃত্ব রজত বন্দ্যোপাধ্যায়,অরূপ বন্দ্যোপাধ্যায় ও জেলা নেতৃত্ব উপস্থিত ছিলেন।রজত বাবু বলেন -দেশের বর্তমান পরিস্থিতিতে কবিতা,গল্প,গান ও নাটকের মাধ্যমে মানুষের মৌলিক অধিকারের কথা তুলে ধরতে হবে।দেশে যে অসহিষ্ণুতার পরিবেশ তৈরি হয়েছে লেখনী দিয়ে তার প্রতিবাদ জানাতে হবে ও সম্প্রীতি বজায় রাখতে হবে।জেলা কমিটি আগামীদিনে নানা কর্মসূচি পালনের সিদ্ধান্ত নেয়।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here