রায়গঞ্জে কবি কথার সাহিত্য আসর

0
138

তপন চক্রবর্তী,কালিয়াগঞ্জঃ

রবিবার রায়গঞ্জের সুপারমার্কেটের বিজয়া ভবনে রায়গঞ্জের কবিকথার হৈমন্তীক সাহিত্য সন্ধ্যার আসর বসে।কবিকথার নবম সাহিত্য আসরে কবি যাদব চৌধরী মিলনগাঁথা,আবোলতাবোল ও ভাইফোঁটা নামের তিনটি কবিতা পাঠ করেন।অধ্যাপক তাপস বর্মন মোমবাতি,মেঠোপথ ও প্রবাহিনী নামে স্বরচিত তিনটি কবিতা পাঠ করে শোনান।কবি তপন রায় ডুয়ার্স ও বাঘ ও সূত্রধর নামে দুটি কবিতা,কবি অমিত পাল অশ্ব পুরান ও নিজের কাছে ফেরা,কবি শর্মিষ্ঠা ঘোষ চিঠি ও আঞ্চলিক ভাষায় গদ্য কবিতা পাঠ করে শোনান।
কবি অঞ্জন রায় কুলিক,মেঘবালিকা ও আসছেই নামক তিনটি কবিতা পাঠ করে শোনান।কবি অভিজিৎ কুমার দত্ত শান্তিপুর লোকাল নামক কবিতা পাঠ করেন।কবি বিমল দে ঘড়ি ও ভাঙা ফুলের টব দুটি কবিতা পাঠ করেন।কবি সুবব্রত লাহিড়ী ভাষা জননী ও ভ্রষ্ট নীতির পথে নামক কবিতা পাঠ করেন।ছড়াকার তুহিন চন্দ ইজেল,অম্বিকা কালনা ও পরীর দেশ নামক ছড়া পাঠ করে শোনালে সাহিত্য আসরে উপস্থিত শ্রোতারা সমৃদ্ধ হন।

নিজস্ব চিত্র

কবি আভা সরকার মন্ডল আজন্মের চেনা নদী ও আমি আছি কবিতায় জীবনবোধের কথা তার কবিতায় স্থান পায়।এদিন কবিকথার হাল্কা শীতের সন্ধ্যার সাহিত্য আসর কবিতা,ছড়া ও সাহিত্যের আলাপ চারিতায় সাহিত্যের একাল ও সেকাল নিয়ে আলোচনায় বেশ জমে উঠেছিল বলা যেতেই পারে।অনুষ্ঠানের শেষ প্রান্তে এসে সাহিত্য আসরের সভানেত্রী বিজয়া মন্ডলের সমাপ্তি বক্তব্যের মধ্য দিয়ে কবি কথার সাহিত্য আসরের সমাপ্তি ঘটে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here