তপন চক্রবর্তী,কালিয়াগঞ্জঃ
রবিবার রায়গঞ্জের সুপারমার্কেটের বিজয়া ভবনে রায়গঞ্জের কবিকথার হৈমন্তীক সাহিত্য সন্ধ্যার আসর বসে।কবিকথার নবম সাহিত্য আসরে কবি যাদব চৌধরী মিলনগাঁথা,আবোলতাবোল ও ভাইফোঁটা নামের তিনটি কবিতা পাঠ করেন।অধ্যাপক তাপস বর্মন মোমবাতি,মেঠোপথ ও প্রবাহিনী নামে স্বরচিত তিনটি কবিতা পাঠ করে শোনান।কবি তপন রায় ডুয়ার্স ও বাঘ ও সূত্রধর নামে দুটি কবিতা,কবি অমিত পাল অশ্ব পুরান ও নিজের কাছে ফেরা,কবি শর্মিষ্ঠা ঘোষ চিঠি ও আঞ্চলিক ভাষায় গদ্য কবিতা পাঠ করে শোনান।
কবি অঞ্জন রায় কুলিক,মেঘবালিকা ও আসছেই নামক তিনটি কবিতা পাঠ করে শোনান।কবি অভিজিৎ কুমার দত্ত শান্তিপুর লোকাল নামক কবিতা পাঠ করেন।কবি বিমল দে ঘড়ি ও ভাঙা ফুলের টব দুটি কবিতা পাঠ করেন।কবি সুবব্রত লাহিড়ী ভাষা জননী ও ভ্রষ্ট নীতির পথে নামক কবিতা পাঠ করেন।ছড়াকার তুহিন চন্দ ইজেল,অম্বিকা কালনা ও পরীর দেশ নামক ছড়া পাঠ করে শোনালে সাহিত্য আসরে উপস্থিত শ্রোতারা সমৃদ্ধ হন।
কবি আভা সরকার মন্ডল আজন্মের চেনা নদী ও আমি আছি কবিতায় জীবনবোধের কথা তার কবিতায় স্থান পায়।এদিন কবিকথার হাল্কা শীতের সন্ধ্যার সাহিত্য আসর কবিতা,ছড়া ও সাহিত্যের আলাপ চারিতায় সাহিত্যের একাল ও সেকাল নিয়ে আলোচনায় বেশ জমে উঠেছিল বলা যেতেই পারে।অনুষ্ঠানের শেষ প্রান্তে এসে সাহিত্য আসরের সভানেত্রী বিজয়া মন্ডলের সমাপ্তি বক্তব্যের মধ্য দিয়ে কবি কথার সাহিত্য আসরের সমাপ্তি ঘটে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584