মোহনা বিশ্বাস, ওয়েব ডেস্কঃ
চিন থেকে হঠাৎ উড়ে আসা করোনার দাপটে নাজেহাল গোটা পৃথিবী। অনেক চেষ্টা করেও করোনাকে এড়াতে পারেনি ভারত। এখন এ রাজ্যেও বেশ জাঁকিয়ে বসেছে কোভিড-১৯। এই মারণ ভাইরাসের মোকাবিলা করতে সমগ্র দেশে চলছে লকডাউন।
ছোট থেকে বড় সকলেই গৃহবন্দি। বড়রা প্রয়োজনে বাড়ির বাইরে বেরলেও ছোটরা কিন্তু একেবারে ঘরবন্দি। স্কুল ছুটি থাকলেও মা, বাবার বকুনির ভয়ে বাড়িতে প্রতিদিন পড়াশোনা করতেই হয়। সারাদিনের এই একঘেয়েমী আর ভালো লাগে না ক্ষুদেদের। তাই অবসর সময়ে নিজেদের পছন্দমতো নাচ, গান, আঁকা নিয়ে ব্যস্ত ওরাও।
এদের মধ্যে কেউ কেউ আবার করোনা নিয়েও ভাবছে। নিজেদের মতো করে মানুষকে সচেতন করছে ছোটরাও। যেমন, দুর্গাপুরের সি-জোন নেহেরু এভিনিউ এর ছোট্ট আরমীন বাড়িতে মাস্ক তৈরি করে মানুষকে সচেতন করছে।
করোনা সংক্রমণ যাতে ছড়িয়ে না পরে সেইজন্য বাড়িতে বসেই অবোনা কাপড়ের ব্যাগ কেটে মাস্ক বানাচ্ছে দুর্গাপুরের একটি বেসরকারী স্কুলের তৃতীয় শ্রেণীর ছাত্রী সেখ আরমীন।
আরও পড়ুনঃ বছর শুরুর প্রথম দিনেই পুরসভাকে ভাইরাস মুক্ত করার উদ্যোগ পুরপিতার
সূচ, সুতো দিয়ে সেলাই করে মাস্ক তৈরি করছে সে। লকডাউনের সময় বাড়িতে থেকে এভাবেই সময় কাটছে এই ক্ষুদের। আরমীনের দৃঢ় বিশ্বাস সব মানুষ সচেতন থাকলে করোনাকে আমরা হারাবোই। মানুষ খেগো করোনা আর কতদিন থাকবে এখানে? প্রশ্নের উত্তর খুঁজছে আরমীনের মতো আরও অনেক ক্ষুদে। তবে করোনাকে ভয় একদম নয়। বাড়িতে থেকে করোনার সঙ্গে লড়তে হবে আমাদের সকলকেই।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584