রোমা’র কাছে হেরেও লিভারপুল চ‍্যাম্পিয়ানস লিগ ফাইনালে

0
101

খেলাঘর:-

ফুটবল বিশ্বের সম্মোহন আদায় করে নিয়েও বিদায় নিতে হল রোমা’কে। ঘরের মাঠে তারা লিভারপুলকে ৪-২ গোলে পরাজিত করল৷কিন্তু প্রথম পর্বের লড়াইয়ে ৫-২ গোলের বড় জয়টাই পরিত্রাতা হয়ে দাঁড়াল লিভারপুলের৷

ফাইনালে ওঠার প‍র

আর প্রথম পর্বের বড় ব্যবধানে হারটাই চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে রিয়ালের মুখোমুখি হতে দিল না রোমাকে৷ ফাইনালে উঠল লিভারপুল।

পুরো খেলায় দুর্দান্ত ছিল রোমা। ম্যাচে ৬০ শতাংশ বল নিজেদের দখলে রেখেছিল তারা। তবে ম্যাচের শুরুতেই ভুল পাসের খেসারত দিয়ে গোল হজম করতে হয় তাদের। প্রথমার্ধের ন’মিনিটে লিভারপুলকে ১-০ গোলে এগিয়ে নেন সাদিও মানে। কিছু সময় পর ম্যাচের ১৫তম মিনিটে আবারও অঘটন। এবার অঘটনের শিকার লিভারপুল। লিভারপুলের খেলোয়াড় মিলনারের আত্মঘাতী গোলে সমতায় ফেরে রোমা (১-১)। মিনিট দশেক পর লিভারপুলকে গোল ব্যবধানে এগিয়ে নেন জিয়ারজিনিও উইনালদাম (২-১)। দ্বিতীয়ার্ধের খেলা শুরু হলে ৫২তম মিনিটে সমতা ফেরে- এডিন জেকোর গোলে। এরপর একের পর এক আক্রমণ চালায় রোমা। কিন্তু গোলের দেখা মেলে ম্যাচের ৮৬তম মিনিটে এসে। নাইনগোলানের দুর্দান্ত শটে গোল ব্যবধানে এগিয়ে যায় রোমা (৩-২)। এরপর যোগ হওয়া সময়ে (৯৪তম মিনিটে) পেনাল্টি থেকে গোল করেন নাইনগোলান। ৪-২ গোলে জয় নিয়ে মাঠ ছাড়ল রোমা।

‘ইশ্‌…হলো না। অল্পের জন্য হলো না।’-রোমা সমর্থক দের এমন ভাবাটাই স্বাভাবিক। কিন্তু এমন জয়, যার কোনো মানে নেই, যে জয়ে ‘উল্লাস’ করা যায় না।

(ছবি-সংগৃহীত)

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here