ওয়েবডেস্ক,নিউজফ্রন্ট:
মাত্র এক দিন আগে CAG রিপোর্ট প্রকাশ করে জানায় রেলওয়ের খাবার মানুষের অযোগ্য।আজ যেন সেই রিপোর্টেরই প্রতিচ্ছবি দেখা গেল।
হাওড়া-নতুন দিল্লি পূর্বা এক্সেপ্রেসে এক যাত্রী বিরিয়ানি অর্ডার দেন ট্রেনের প্যান্ট্রিতে। খাওয়ার সময় দেখা যায় সেই বিরিয়ানিতে রয়েছে মরা টিকটিকি।
অর্ডার দেওয়া ভেজ বিরিয়ানিতে মরা টিকিট পেয়েই , সেই যাত্রী সঙ্গে সঙ্গে ঘটনার কথা জানান ট্রেনে কর্তব্যরত টিকিট পরীক্ষক ও প্যান্ট্রি কর্মীদের। কিন্তু বিষয়টিতে তারা কর্ণপাত না করায় শেষমেশ ঘটনার কথা জানিয়ে তিনি টুইট করেন রেলমন্ত্রী শ্রী সুরেশ প্রভুকে।
এর পরই দানাপুর ডিভিশনের রেলওয়ে ম্যানেজার গোটা বিষয়ে তদন্তের নির্দেশ দিয়ে দুঃপ্রকাশও করেন। প্যান্ট্রির দায়িত্বে থাকা ক্যাটারারকেও সরিয়ে দেওয়া হয় । অন্যদিকে, ওই যাত্রীর অভিযোগ এই বিষাক্ত খাবার খাওয়ার পর তাঁকে প্রয়োজনীয় ওষুধ দিতেও দেরি করে রেল কর্তৃপক্ষ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584