নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ
বাঁকুড়া থেকে বাড়ি ফিরছিলেন ২৭ জন শ্রমিক। কারো বাড়ি নয়াগ্রাম থানার কমলাপুখুরিয়া,বড় খাকরী, বাগডোবা , আবার কারো বাড়ি জাম্বনী থানা এলাকায়। আবার কারো বাড়ি কেশিয়াড়ি থানার কালামাটিয়া, শালডাঙা। কখনও বাসে, কখনও হেঁটে। খড়্গপুর থেকে সারারাত হেঁটে শনিবার সকালে কেশিয়াড়িতে এলেন একদল শ্রমিক। ক্লান্ত হয়ে কেশিয়াড়ির সরকারি কলেজ সংলগ্ন শালডাঙাতে তারা বিশ্রাম নেয়।
সেই খবর শুনে শ্রমিকদের সাহায্য করতে এগিয়ে এলেন জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষ মামনি মাণ্ডি। তিনি ক্ষুধার্ত শ্রমিকদের খাওয়ার ব্যবস্থা করেন এবং প্রত্যেকের হাতে একটি করে মাস্কও তুলে দেন। খবর পেয়ে আসেন কেশিয়াড়ি ব্লক তৃণমূলের সভাপতি অশোক রাউত, ব্লকের তৃণমূল নেতা সংকেত পালোই সহ আরও অনেকেই । তারাও এসে ক্ষুধার্ত তৃষ্ণান্ত মানুষদের খাবার ও জল দিয়ে সাহায্য করেন ।
আরও পড়ুনঃ পরীক্ষার জন্য শ্রমিক, স্বাস্থ্যকর্মীদের লালারস সংগ্রহ মালদহে
ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি অশোক রাউৎ যোগাযোগ করেন নয়াগ্রাম ব্লক তৃনমূল কংগ্রেসের সভাপতি উজ্জ্বল দত্তের সঙ্গে। যোগাযোগ করে একটি গাড়িতে করে সকলকে বাড়ির উদ্দেশ্যে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেন।
লকডাউনের পর থেকে খাবার ও থাকার বন্দোবস্ত না পেয়ে পায়ে হেঁটে, কখনও গাড়িতে চেপে ঝুঁকি নিয়ে বাড়ি ফিরছেন ভিন রাজ্যের শ্রমিকেরা। এদিন কেশিয়াড়িতেও সেই চিত্রই দেখা গেল। এদিনের এই সহযোগিতা পেয়ে নিতান্ত খুশি এই সমস্ত শ্রমিকরা।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584