নিজস্ব সংবাদদাতা,আলিপুরদুয়ারঃ
রাস্তায় ধুলোর কারণে চরম ভোগান্তিতে এলাকাবাসী। বুধবার এর প্রতিবাদে পাথর বোঝাই ট্রাক আটকে বিক্ষোভে ফেটে পড়েন স্থানীয় বাসিন্দারা। ঘটনাটি ঘটেছে ফালাকাটা ব্লকের দেওগাঁও গ্রাম পঞ্চায়েতের ১৩/৭৭ নং পার্টে।
জানা গিয়েছে, দিন পনেরো ধরে ওই রাস্তা দিয়ে নদী বাঁধ নির্মাণের জন্য পাথর বোঝাই ট্রাক চলাচল করছে। প্রতিদিন পাথর বোঝাই ট্রাক যাতায়াতের ফলে ধুলোর কারণে সমস্যায় পড়তে হচ্ছে নিত্য যাত্রী, ছাত্র-ছাত্রী থেকে শুরু করে এলাকাবাসীদের।
ধুলো তাড়ানোর জন্য নিয়মিত জল দেওয়ার প্রতিশ্রুতি দিলেও নিয়মিত জল দিচ্ছে না নির্মাণকারী সংস্থা বলে অভিযোগ। ফলে এদিন বাধ্য হয়ে পাথর বোঝাই ট্রাক রাস্তায় ঢোকার মুখে, আটক করে বিক্ষোভ দেখায় স্থানীয় বাসিন্দারা। এলাকাবাসীর দাবি, রাস্তা সংস্কার ও নিয়মিত জল না দিলে এই রাস্তা দিয়ে ট্রাক চালাতে দেওয়া হবে না।
আরও পড়ুনঃ স্থায়ীকরণ-বেতন বৃদ্ধির দাবিতে সিএসপি-র ডেপুটেশন
যদিও এই প্রসঙ্গে নির্মাণকারী সংস্থার মতামত জানা সম্ভব হয়নি। তবে সংশ্লিষ্ট গ্রাম পঞ্চায়েত উপ প্রধান রহিফুল আলম বলেন, “পাথর বোঝাই ট্রাক আটকানোর বিষয়টি জানি না। বিষয়টি খোঁজ নিয়ে দেখছি ।”
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584