সুদীপ পাল,বর্ধমানঃ
বর্ধমানের গলসি থানার রামগোপালপুর পঞ্চায়েতের রায়পুর এলাকার বাসিন্দারা এবার পথে নামলেন।মুখ্যমন্ত্রী কড়া ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন ওভারলোডিং বালির লরি এবং বালির অবৈধ কারবার নিয়ে।কিন্তু তারপরও অবাধে বালিপাচার চলছে গলসি এলাকায়। গলসির শিল্ল্যাঘাট থেকে বালিবোঝাই লরি নিয়মিত যাচ্ছে ফলে রাস্তার হাল খারাপ হয়ে পড়ছে।ফলে মেরামতের কোন লাভ হয় না।
তাই নিয়মিত দুর্ঘটনা ঘটছে। তৃণমূল নেতা বদরুদ্দোজা মণ্ডল বলেন,প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনায় তৈরি রাস্তাটি দিয়ে ভারী যান চলাচল নিষিদ্ধ।অথচ প্রতিদিন ২০০ লরি ওই রাস্তা দিয়ে চলাচল করে।বিষয়টি নিয়ে প্রশাসনের দপ্তরে বহুবার জানিয়েও কোন লাভ হয়নি।
আরও পড়ুনঃ কাটোয়ায় লরির চাকায় পিষ্ট হয়ে বাইক আরোহীর মৃত্যু
তাছাড়া রাস্তায় রয়েছে বেশ কয়েকটি দুর্বল সেতু। যে কোন সময় ওভারলোডেড গাড়ির ফলে সেতু ভেঙে পড়তে পারে। স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে যদিও স্থানীয় পুলিশরা বলছেন,নিয়মিত অভিযান চালানো হয়।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584