নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ
করোনা ভাইরাসের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার জন্য দেশজুড়ে লকডাউন চলছে। যার ফলে দিন আনা দিন খাওয়া মানুষেরা কাজ হারিয়ে চরম দূর্দশার মধ্যে দিন কাটাচ্ছেন।
তাই পশ্চিম মেদিনীপুর জেলার শালবনী বিধানসভা এলাকার বিধায়ক শ্রীকান্ত মাহাতো তার নির্বাচনী এলাকায় বসবাসকারী দরিদ্র পরিবারগুলির হাতে খাদ্য সামগ্রী তুলে দেওয়ার ব্যবস্থা করেছেন। সেই সঙ্গে তিনি বেশ কিছু জায়গায় দরিদ্র পরিবারগুলিকে দুই বেলা রান্না করা খাবার বিতরণের উদ্যোগ নিয়েছেন।
আরও পড়ুনঃ করোনা মোকাবিলায় তহবিলে আর্থিক অনুদান সহ দুঃস্থদের সামগ্রী বিতরণ ক্লাবের
শুক্রবার গড়বেতা তিন নম্বর ব্লকের নল বনা গ্রাম পঞ্চায়েতের কাওয়াবাদ গ্রামে দরিদ্র পরিবার গুলির হাতে চাল, ডাল, আলু,মুড়ি সহ বিভিন্ন খাদ্য সামগ্রী তুলে দেন।
তিনি বলেন আমি আমার ক্ষমতা অনুযায়ী দরিদ্র পরিবারগুলির পাশে আগেও ছিলাম আগামী দিনেও থাকব। তিনি সর্বস্তরের মানুষকে এই অসহায় পরিবার গুলির পাশে দাঁড়ানোর জন্য আবেদন জানান। সেই সঙ্গে লকডাউন মেনে বাড়িতে থাকার আবেদন জানান তিনি।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584