নিজস্ব সংবাদদাতা,পূর্ব মেদিনীপুরঃ
পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাট ব্লকের উত্তর মার্কন্ডপুর মৌজায় প্রায় ১০০ বিঘা দো-ফসলি কৃষিজমি নষ্ট করে বহিরাগত এক ঝিল মালিক বেআইনি মাছের ঝিল করার উদ্যোগ নিয়েছে। এর বিরুদ্ধে ইতিমধ্যে অনিচ্ছুক স্থানীয় কৃষকরা “উত্তর মার্কন্ডপুর মাছের ঝিল বিরোধী কৃষক সংগ্রাম কমিটি” গঠন করেছে।
কমিটির পক্ষ থেকে গতকাল জেলার জেলাশাসক, জেলা ভূমি ও ভূমি রাজস্ব আধিকারিক, কৃষি দফতরের ডেপুটি ডিরেক্টর অফ এগ্রিকালচার (অ্যাডমিনিস্ট্রেশন), স্থানীয় বিডিও, বি এল অ্যান্ড এল আর ও ‘কে গণস্বাক্ষর সম্বলিত স্মারকলিপি দেয়। ঐ কমিটির পক্ষ থেকে শনিবার বিকালে অনিচ্ছুক কৃষকেরা ওই গ্রামে একটি বিক্ষোভ মিছিলের আয়োজন করে।
আরও পড়ুনঃ স্বাস্থ্যবিধি মেনে পূর্ব মেদিনীপুরের স্থানীয় এক ক্লাবের পুজোর উদ্বোধনে শুভেন্দু
প্রায় ৫০ জন মহিলা সহ কৃষক ওই কর্মসূচিতে যোগ দেন। কর্মসূচিতে নেতৃত্ব দেন কমিটির যুগ্ম সম্পাদক প্রশান্ত আদক,মুকুন্দ জানা, প্রকাশ আদক প্রমুখ। নেতৃবৃন্দের অভিযোগ, ওই মৌজায় মাছের ঝিল হলে মার্কন্ডপুর, বৃন্দাবনচক সহ পার্শ্ববর্তী পাঁশকুড়া ব্লকের কেশাপাট ও মাইশোরা অঞ্চলের প্রায় ১৫-২০টি গ্রামের জলনিকাশি ভীষণভাবে ব্যাহত হবে। শুধু তাই নয়, দোফসলি ওই কৃষিজমির উর্বরা শক্তি নষ্ট হয়ে কয়েকবছর পর জমি বন্ধ্যা হয়ে পড়বে।
আরও পড়ুনঃ চন্দ্রকোনায় রাজ্য প্রশাসনের নির্দেশ অমান্য করে বাজি বিক্রির অভিযোগে গ্রেফতার ৩
কোলাঘাট ব্লক মাছের ঝিল বিরোধী কৃষক সংগ্রাম কমিটির উপদেষ্টা নারায়ণ চন্দ্র নায়ক বলেন,”এমনিতেই কোলাঘাট ব্লক, জেলার মধ্যে সবথেকে নিচু এলাকা। তার উপর মাঠের মধ্যে মাছের ঝিল হলে জলনিকাশি ব্যবস্থা একেবারে ভেঙে পড়বে। এলাকার মানুষজন চরম সমস্যার মধ্যে পড়বেন। তাই আমরা চাই, প্রশাসন এই বেআইনি কার্যকলাপ বন্ধে অবিলম্বে উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করুক।”
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584