মনিরুল হক, কোচবিহারঃ
তুফানগঞ্জে এক যুবকের রহস্যজনক মৃত্যুর ঘটনার সিআইডি তদন্তের দাবি জানিয়ে পথ অবরোধ করলো এলাকাবাসী। শনিবার মৃতদেহ তুফানগঞ্জ থেকে বালাভূত যাওয়ার রাজ্য সড়কের ওপরে রেখে পথ অবরোধ করে স্থানীয় বাসিন্দারা ও পরিবারের লোকজন।
প্রায় দীর্ঘ ১ ঘন্টা ওই অবরোধ চলে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে পুলিশ। পরে স্থানীয়দের সাথে ও পরিবারের সাথে কথা বলে পুলিশ জানান, অভিযুক্তদের মধ্যে একজনকে পুলিশ গ্রেফতার করেছে, বাকি আসামিদের খোঁজে তল্লাশি চালিয়ে যত তাড়াতাড়ি সম্ভব তাদের গ্রেফতার করা হবে। এই আশ্বাস পেয়ে মৃতের পরিবারের লোকজন পথ অবরোধ তুলে নেন।
জানা গিয়েছে, গত ৮ ই জুলাই নিখোঁজ হয় এলাকার এক লটারি বিক্রেতা কুশ বসাক(২৪)। বুধবার রেললাইনের পাশের ঝোপ থেকে তাকে ক্ষতবিক্ষত অবস্থায় দেখতে পায় স্থানীয়রা। পরে ওই যুবককে উদ্ধার করে তুফানগঞ্জ মহকুমা হাসপাতালে পাঠানো হয়। গতকাল রাতে ওই লটারি বিক্রেতার মৃত্যু হয়। এই ঘটনার তদন্তে নামে তুফানগঞ্জ থানার পুলিশ। পরে একজনকে গ্রেফতার করে।
আরও পড়ুনঃ ফুলবাড়িতে ৫০ লক্ষ টাকার সুপারি উদ্ধার ,গ্রেফতার লরি চালক
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত ওই যুবকের নাম সঞ্জু দাস। তাকে কোচবিহার জেলার নাজিরহাট এলাকার তার মামার বাড়ি থেকে গ্রেফতার করা হয়েছে। শনিবার অভিযুক্ত সঞ্জু দাসকে তুফানগঞ্জ মহকুমা আদালতে তোলা হলে পুলিশ তাকে ৭ দিনের জন্য রিমান্ডে নেয় এবং অভিযুক্তের বিরুদ্ধে ৩০৭ ধারায় পুলিশের পক্ষ থেকে মামলা রুজু করা হয়েছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584