বেহাল রাস্তা সারাইয়ের দাবিতে বিক্ষোভ গ্রাম বাসিন্দাদের

0
55

নিজস্ব সংবাদদাতা, বাঁকুড়াঃ

দীর্ঘদিন ধরে বেহাল যাতায়াতের একমাত্র রাস্তা। চরম ভোগান্তির শিকার হতে হচ্ছে পথচলতি সাধারণ মানুষ থেকে স্থানীয় বাসিন্দা সকলকেই। অবশেষে রাস্তা সারাইয়ের দাবিতে রাস্তা আটকে বিক্ষোভে শামিল হলেন স্থানীয় বাসিন্দারা। এ ছবি বাঁকুড়া জুনবেদিয়া গ্রাম পঞ্চায়েতের পাঞ্জা ও কেশরা যাবার রাস্তার মধ্যবর্তী এলাকায়।

road block | newsfront.co
নিজস্ব চিত্র

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে প্রশাসনকে জানানো হয়েছে কিন্তু তার পরেও প্রশাসন কোনরকম রাস্তা সারাই -এর বিষয়ে উদ্যোগ নেয়নি। যার ফলে রাতের অন্ধকারে বাড়ছে দুর্ঘটনার সংখ্যা। এর পাশাপাশি রাস্তার পাশে রয়েছে ডাম্পিং গ্রাউন্ড, যেখানে নিত্যদিন নোংরা আবর্জনা ফেলা হচ্ছে। দুর্গন্ধে সমস্যায় পড়তে হচ্ছে পথচলতি সাধারণ মানুষদের। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বাঁকুড়া সদর থানার পুলিশ ও জুনবেদিয়া গ্রাম পঞ্চায়েতের প্রধান সুদর্শন চক্রবর্তী। পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং বিক্ষোভকারীদের সমস্যা সমাধানের আশ্বাস দিলে পথ অবরোধ উঠে যায়।

আরও পড়ুনঃ রায়গঞ্জে টোটো চালকের করোনা সংক্রমণে, পৌষমাস রিক্সা চালকদের

অরূপ মন্ডল নামে এক বিক্ষোভকারী বলেন , “দীর্ঘদিন ধরে রাস্তা সারাই না হওয়ার ফলে যাতায়াতে আমাদের দারুন সমস্যা হচ্ছে। এছাড়াও রাস্তার পাশে ডাম্পিং গ্রাউন্ড থাকায় স্কুলের ছাত্র-ছাত্রীদের যাতায়াতের সমস্যায় পরতে হচ্ছে। বারবার প্রশাসনকে জানিয়েও কোন লাভ হয়নি। যার কারণে আমরা পথ অবরোধ করে বিক্ষোভে শামিল হয়েছি।”

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here