শুভম বন্দ্যোপাধ্যায়, কলকাতাঃ
৫০০ শয্যার করোনা ইউনিট সাগর দত্ত হাসপাতালে চালু হবে, রাজ্য সরকারের ঘোষণার পর থেকেই প্রতিবাদ করছিলেন ওই মেডিকেল কলেজের পড়ুয়ারা। এবার হাসপাতালের সামনে স্থানীয় বাসিন্দাদের বিক্ষোভ কর্মসূচি ঘিরে সোমবার সকালে তুলকালাম কাণ্ড বেঁধে গেল হাসপাতাল চত্বরে। এই হাসপাতালে করোনা ইউনিট চালু হলে হাসপাতালে স্বাভাবিক পরিষেবা ব্যাহত হবে, এই দাবিতে সোমবার সকালে দফায় দফায় সাগর দত্ত মেডিকেল কলেজ হাসপাতালের সামনে বি টি রোডে পথ অবরোধ করে বিক্ষোভ দেখালেন স্থানীয় বাসিন্দারা।
বহুদিন আগে এই সিদ্ধান্ত নেওয়ার কথা বিবেচনা হতেই তখনও বিক্ষোভ দেখিয়েছিলে স্থানীয় বাসিন্দারা। এবার ফের রাজ্য সরকার ঘোষণার পর পড়াশোনা ব্যাহত হবে এই দাবি নিয়ে হাসপাতালের ভিতরে পড়ুয়ারা ধর্নায় বসেন। আর এবার বাইরে বিক্ষোভ দেখাতে শুরু করলেন এলাকার স্থানীয় বাসিন্দারাও। বাসিন্দাদের অভিযোগ, “দীর্ঘদিন ধরে কামার হাটি সাগর দত্ত মেডিকেল কলেজ হাসপাতালে মানুষ চিকিৎসা অনেক পরিষেবা পাচ্ছে না। অবিলম্বে এই হাসপাতালের সবকটি বিভাগে চিকিৎসা পরিষেবা চালু করতে হবে।”
আরও পড়ুনঃ এনআরএসের সিদ্ধান্তকেই মান্যতা স্বাস্থ্য দফতরেরও! মৃত্যুর পর আর নয় করোনা টেস্ট
প্রসঙ্গত, রাজ্য স্বাস্থ্যদফতরের বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, উত্তর ২৪ পরগনা জেলায় কোভিড আক্রান্তের সংখ্যা বেড়ে যাওয়ায় কামারহাটি সাগরদত্ত মেডিকেল কলেজ হাসপাতালের একটা অংশ ব্যবহার করে সেখানে করোনা আক্রান্তদের ভর্তি করে তাদের চিকিৎসা পরিষেবা দেওয়া হবে। খুব শীঘ্রই এই হাসপাতালে করোনা ইউনিট চালু করবে রাজ্য সরকার।
এদিকে এদিন কামারহাটি অঞ্চলের যে বাসিন্দারা হাসপাতালের সামনে বিক্ষোভ দেখান, তাদের দাবি, এই হাসপাতালের যে অংশে সাধারণ রোগীদের চিকিৎসা পরিষেবা দেওয়া হবে, সেই অংশে যেন কোন ভাবেই কোভিড আক্রান্তদের না রাখা হয়। তারা হাসপাতাল কর্তৃপক্ষের কাছ থেকে ব্যাখ্যা চান কোভিড রোগীদের কোথায় রাখা হবে, কত সংখ্যক কোভিড রোগীর এখানে চিকিৎসা পরিষেবা দেওয়া হবে ইত্যাদি। এই প্রসঙ্গে বিক্ষোকারীদের এক প্রতিনিধি দল হাসপাতালে গিয়ে কর্মকর্তাদের সঙ্গে দেখা করেন । তাদের কাছে স্মারকলিপি জমা দেন।
আরও পড়ুনঃ চুরি করতে ঢুকে ফ্ল্যাটেই শুরু বসবাস, সিসিটিভি ফুটেজের দৌলতে হাজতবাস
এদিকে এই সময় বিক্ষোভকারীদের পক্ষ থেকে হাসপাতাল সংলগ্ন এলাকায় তৃণমূলের একটি দলীয় কার্যালয়ে কোল্ড ড্রিঙ্কস-এর বোতল ছুঁড়ে মারা হয় বলে অভিযোগ। এরপর নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়ে সাগর দত্ত মেডিকেল কলেজ হাসপাতালের সামনে।অভিযোগ, বিক্ষোভকারীদের উপর চড়াও হয় স্থানীয় তৃণমূল কর্মীরা। তারা লাঠি হাতে ধাওয়া করে হাসপাতালের সামনে জড়ো হওয়া বিক্ষোভারীদের হঠিয়ে দেয়। এই নিয়ে অশান্তি ছড়ায় হাসপাতাল চত্বরে। শান্তিপূর্ণ বিক্ষোভের ওপর কিছু যুবক আক্রমণ করলেও পুলিশ কোনও হস্তক্ষেপ না করায় ক্ষুব্ধ হন বিক্ষোভকারীরা।সোমবার কামারহাটি সাগর দত্ত মেডিকেল কলেজ হাসপাতালে বিক্ষোভ ও পথ অবরোধের ঘটনার জেরে হাসপাতাল চত্ত্বরে বসানো হয়েছে পুলিশ পিকেট।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584