ধর্ষণের চেষ্টায় অভিযুক্তকে গ্রেফতারের দাবিতে বালুরঘাট থানা ঘেরাও

0
39

নিজস্ব সংবাদদাতা, দক্ষিণ দিনাজপুরঃ

রাতের অন্ধকারে এক মহিলাকে ধর্ষণের চেষ্টার অভিযোগে ওই দোষী ব্যক্তিকে গ্রেফতারের দাবিতে বালুরঘাট থানা ঘেরাও করে বিক্ষোভ স্থানীয় বাসিন্দাদের। এই নিয়ে এলাকায় তীব্র উত্তেজনা ছড়ালো। বাড়িতে একা থাকার সুযোগ নিয়ে নারায়ণপুর বাওধারা এলাকার এক গৃহবধূকে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠল ওই এলাকারই এক বাসিন্দার বিরুদ্ধে।

people | newsfront.co
বিক্ষোভ ৷ নিজস্ব চিত্র

জানা গেছে ওই নির্যাতিতা মহিলার স্বামী এলাকায় একটি শ্রাদ্ধ বাড়িতে রান্নার কাজে গিয়েছিলেন। পাশাপাশি বাড়ির অন্য লোকেরাও সেই শ্রাদ্ধ বাড়িতেই ছিলেন। আর সেই সময় নির্যাতিতা মহিলা বাড়িতে একা থাকার সুযোগ নিয়ে অভিযুক্ত ওই নির্যাতিতা মহিলার বাড়িতে চড়াও হয়ে তাকে ধর্ষণের চেষ্টা করে বলে অভিযোগ।

police sataion | newsfront.co
নিজস্ব চিত্র

আর এই অভিযোগ নিয়েই আজ সকালে ওই গ্রামের অন্যান্য বাসিন্দাদের সঙ্গে করে বালুরঘাট থানায় বিক্ষোভ দেখিয়ে ওই অভিযুক্তের বিরুদ্ধে অভিযোগ জানালেন নির্যাতিতা। গ্রামবাসীদের এই বিক্ষোভ প্রায় ঘন্টা খানেক চলে বালুরঘাট থানায়।

আরও পড়ুনঃ পাকা রাস্তার দাবিতে বিক্ষোভ ফতেপুরে

বিক্ষোভকারীদের দাবি ওই অভিযুক্তকে দ্রুত গ্রেফতার করে উপযুক্ত শাস্তি দিতে হবে। বিক্ষোভকারীদের দাবি মেনে বালুরঘাট থানা ওই নির্যাতিতার অভিযোগ গ্রহণ করেছে। এই অভিযোগের ভিত্তিতে বালুরঘাট থানা কত দ্রুত ব্যবস্থা গ্রহণ করে এখন সেটাই দেখার।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here