বেহাল রাস্তা সংস্কর‌ণের দা‌বি‌তে পথ অব‌রোধ

0
54

সিমা পুরকাইত, দক্ষিণ ২৪ পরগনাঃ

বেহাল রাস্তা সংস্কর‌ণের দা‌বি‌তে পথ অব‌রোধ করলো এলাকাবাসী। গা‌ছের গুঁড়ি ‌ফে‌লে পথ অব‌রোধ করে তারা। উ‌স্থি থানার শিরাক‌ল এলাকায় ঘটেছে এই ঘটনা। দীর্ঘদিন ধরেই শিরাকল থে‌কে সেরপুর চার কি‌লো‌মিটার রাস্তা খারাপ। পিডব্লুডি রাস্তা সংস্করণের জন্য বারংবার প্রশাসন‌কে বলে, তবুও কোন কর্ণপাত ক‌রে‌নি প্রশাসন।

road blok | newsfront.co
গাছের গুঁড়ি ফেলে পথ অবরোধ। নিজস্ব চিত্র
people | newsfront.co
ক্ষিপ্ত জনতা। নিজস্ব চিত্র

ফলে দুর্ঘটনায় পড়তে হ‌চ্ছে স্থানীয়দের। অামতলা থেকে উ‌স্থি ,ফলতা ,জয়নগরা,ম‌ন্দিরবাজার ,মগরাহাট,রায়‌দি‌ঘি যাবার সহজ উপায় এই রাস্তা।

আরও পড়ুনঃ সাগরদিঘিতে ট্রান্সফরমারের দাবিতে বিক্ষোভ

কিন্তু সেই রাস্তার বেহাল দশা হওয়ায় আজ পথ অবরোধ করে ক্ষিপ্ত জনতা।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here