পিয়ালী দাস, বীরভূমঃ
জোর করে রাজ্য সরকারের জমির ওপর পাঁচিল তোলার অভিযোগ উঠল বিশ্বভারতীর উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী বিরুদ্ধে।বোলপুর দমকল বিভাগের সামনে আজ সকাল থেকে পাঁচিলের উচ্চতা নির্মাণের কাজ শুরু করে বিশ্বভারতী কর্তৃপক্ষ । এরপরেই সাধারণ মানুষ ক্ষোভে ফেটে পরে।
বোলপুরের তৃণমূল কংগ্রেসের চার নং ওয়ার্ডের বিদায়ী কাউন্সিলার সুকান্ত হাজরার নেতৃত্বে এলাকার মানুষ পাঁচিল তোলার কাজ বন্ধ করে দেয়। যে ৫ ইঞ্চি উচ্চতা নির্মাণের কাজে বিশ্বভারতী শুরু করেছিল সেই পাঁচিলের জায়গাটি রাজ্য পূর্ত দপ্তরের। পাঁচিলের গা ঘেষে বেশ কিছু দোকান ছিলো। পাঁচিলের উচ্চতা বৃদ্ধির জন্য তাদের কে উঠে যেতে হয়। ক্ষতির মুখে ক্ষুদ্র ব্যাবসায়ীরা।
ঠিকাদার সুদীপ দত্ত বলেন, কয়েকশো মানুষ এসে জোর করে কাজ বন্ধ করে দেওয়ার আবেদন করে, আমরা কাজ বন্ধ করে দিই। এরপর বিশ্বভারতী কর্তৃপক্ষ বিষয়টি বুঝে নেবে।বিশ্বভরতীর উপাচার্য বিদ্যুৎ বাবু নেশাগ্রস্ত, উনি পাগল হয়ে গেছেন, তাই একের পর এক উল্টোপাল্টা কাজ করছেন ।
আরও পড়ুনঃ বালুরঘাট পুরসভার বালতি বিলি নিয়ে দুর্নীতির অভিযোগ বিজেপির
একজন শিক্ষিত, আদর্শবান মানুষ এরকম কাজ করতে পারেন না, বলেন বীরভূম জেলা তৃণমূলের সভাপতি অনুব্রত মন্ডল। বিশ্বভারতীর প্রাক্তনী এবং প্রবীণ আশ্রমিক, সুবোধ মিত্র বলেন,একের পর এক আন্দোলনে উপাচার্যের মুখে কালি লেপে দিয়েছে।
তাই তিনি তার ক্ষমতা প্রদর্শন করে বিশ্বভারতীতে আধিপত্য কায়েম করতে চাইছেন। তাই পরপর গনবিরোধী কার্যকলাপে মেতে উঠছেন। স্বাভাবিকভাবেই ওনাকে মানুষের বিদ্রোহের মুখোমুখি হতে হবে এবং সর্বশেষ বিশ্বভারতী ছেড়ে চলে যেতে হবে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584