কোয়ারেন্টাইন সরানোর দাবিতে বিক্ষোভ স্থানীয়দের

0
112

নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ

পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা টাউন থানার জয়ন্তীপুর কর্মতীর্থে ১৪টি বেড এর কোয়ারেন্টাইন সেন্টার তিন দিন আগে তৈরি করে স্বাস্থ্য দফতর। ওই কোয়ারেন্টাইন সেন্টারে কয়েক জনকে রাখা হয়। বুধবার স্থানীয় বাসিন্দারা কর্মতীর্থ থেকে কোয়ারেন্টাইন সেন্টারকে সরানোর দাবি জানান এবং ওই সেন্টার ঘিরে বিক্ষোভ দেখায়। যার ফলে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।

home |newsfront.co
নিজস্ব চিত্র

স্থানীয় বাসিন্দারা অভিযোগ করে বলেন করোনা রুগীদের এখানে রাখা হয়েছে, যেকোনো সময় এই এলাকার মানুষ করোনা ভাইরাস সংক্রমণে আক্রান্ত হতে পারে। লোকালয়ের মধ্যে জয়ন্তীপুর এলাকায় কোয়ারেন্টাইন সেন্টার করা স্বাস্থ্য দফতরের ঠিক হয়নি। জেলার স্বাস্থ্য দফতর থেকে জয়ন্তীপুর এলাকার বাসিন্দাদের কিছুই জানানো হয়নি। রাতের অন্ধকারে ওই কোয়ারেন্টাইন সেন্টারটি তৈরি করা হয়েছে।তাই স্থানীয় বাসিন্দারা ওই কোয়ারেন্টাইন সেন্টারটি সরানোর দাবি জানান।

lady |newsfront.co
নিজস্ব চিত্র

আরও পড়ুনঃ ঘরবন্দি থেকেও হাতির তাণ্ডবে অস্থির গ্রামবাসী

বিক্ষোভের খবর পেয়ে ঘটনাস্থলে আসে চন্দ্রকোনা টাউন থানার পুলিশ ও চন্দ্রকোনা পুরসভার পুরপ্রধান অরুপ ধারা। পুলিশ প্রশাসনের পক্ষ থেকে স্থানীয় বাসিন্দাদের জানানো হয় যে ওই কোয়ারেন্টাইন সেন্টারে করোনা ভাইরাস সংক্রমণে আক্রান্ত কোন রোগীকে রাখা হয়নি। কিছু মানুষ গুজব ছড়িয়ে এলাকায় অপপ্রচার করছে। আপনারা অপপ্রচারে কান দেবেন না এবং গুজব ছড়াবেন না। এখানে করোনা আক্রান্ত কোন রোগীকে রাখা হবে না। পুলিশের পাশাপাশি চন্দ্রকোনা টাউন এর পুরপ্রধান এসে স্থানীয়দের সঙ্গে কথা বলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে এলাকার বাসিন্দারা ওই কোয়ারেন্টাইন সেন্টারটি সরানোর দাবি থেকে সরবে না বলে পুলিশকে জানিয়ে দিয়েছেন।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here